আমাদের কথা খুঁজে নিন

   

মেক্সিকোয় গ্যাসবোঝাই ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ২২

স্থানীয় অধিবাসী কার্লোস গনজালেজ সিলভা মেক্সিকান রেডিওকে বলেন, ‘আগুন কুণ্ডুলি পাকিয়ে আকাশের দিকে উঠে যায় এবং মনে হচ্ছিল জানালায় স্পটলাইটের আলো ফেলা হয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বেপরোয়া গতিতে চালনার কারণে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ হারায় চালক। আর এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে থাকতে পারে। মেক্সিকোর সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, এ দুর্ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। একাতিপেক শহরের মেয়র পাবলো বেদোলা জানিয়েছেন, দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪৬টি বাড়ি ও ১৬টি গাড়ি পুড়ে গেছে। ট্যাঙ্কারটির চালককে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।