তেজস্ক্রিয় পদার্থের বিকিরণজনিত সমস্যায় আক্রান্ত ছয় ব্যক্তিকে মেক্সিকোর একটি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এই ছয় ব্যক্তিই চলতি সপ্তাহের শুরুতে রাজধানী মেক্সিকো সিটির বাইরে মারাত্মক তেজস্ক্রিয় সামগ্রীতে ভর্তি একটি ট্রাক চুরির সঙ্গে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, 'ওই ছয় ব্যক্তি সম্ভবত কোবাল্ট-৬০ বহনকারী গাড়িটি ছিনতাইয়ের সঙ্গে বা যারা গাড়িটি ছিনতাই করেছে তাদের সঙ্গে যুক্ত। ওই ব্যক্তিরা বর্তমানে পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি। গত সোমবার চোররা মারাত্দক তেজস্ক্রিয় পদার্থ কোবাল্ট-৬০ বহনকারী একটি ট্রাক ছিনতাই করে।
ওয়েবসাইট। চালক রাতে ট্রাকটি একটি পেট্রল পাম্পে থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় আগ্নেয়াস্ত্রের মুখে চালকদের গাড়ি থেকে নামিয়ে বেঁধে ফেলে চোররা ট্রাকটি নিয়ে চম্পট দেয়। কোবাল্ট-৬০ চিকিৎসা ও শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি 'ডির্টি বোমা' বানানোর উপাদান হিসেবেও ব্যবহৃত হয়।
পুলিশ বুধবার ট্রাকটি উদ্ধার করে। তারা যেখান থেকে ট্রাকটি চুরি হয়েছিল সেখান থেকে দুই কিলোমিটার দূরে একটি জায়গায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় এবং দেখতে পায় চোররা সুরক্ষাপাত্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলেছে। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় তেজস্ক্রিয় পদার্থ নিয়ে নাড়াচাড়া করার কারণে চোররা নিজেদের প্রাণঘাতী তেজস্ক্রিয়তার বিষে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।