আমাদের কথা খুঁজে নিন

   

মেক্সিকোয় দুটি ঝড়ে নিহত ১৯

পুবের মেক্সিকো উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইনগ্রিড, সোমবার দিন শেষে এটি উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি অনলাইন। ইনগ্রিডের প্রভাবে পূর্ব উপকূলে বন্যা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। অপরদিকে, পশ্চিমে প্র্রশান্ত মহাসাগর উপকূলে ক্রান্তিয় ঝড় ম্যানুয়েলের প্রভাবে দুইদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম উপকূলের জনপ্রিয় সামুদ্রিক অবকাশ কেন্দ্র আকাপুলকোর আশপাশের এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেক্সিকোর অনেক শহরেই স্বাধীনতা দিবসের কর্মসূচী বাতিল করতে হয়েছে। ঘূর্ণিঝড় ইনগ্রিডের তাণ্ডব থেকে বাঁচাতে উপসাগরীয় উপকূল থেকে ৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের বেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার। এর প্রভাবে ভেরাক্রুজ ও টামাউলিপাস প্রদেশে ব্যাপক সম্পদহানি হয়েছে। ওদিকে পশ্চিম উপকূলে ঝড় ম্যানুয়েল আঘাত হেনেছে।

এর প্রভাবে মাত্র তিনদিনে পুরো মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তার দ্বিগুণ পরিমাণ বৃষ্টি হয়েছে। ম্যানুয়েলের আঘাতে পশ্চিম উপকূলের ওক্সাকা, গুইয়েররেরো এবং চিহুয়াহুয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রদেশগুলোর অনেকগুলো প্রধান সড়ক বিধ্বস্ত ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেক্সিকো উপসাগরের টামাউলিপস উপকূলের সাগরে তিনটি খনিজ তেলের প্লাটফর্ম খালি করে সব কর্মী ও কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়েছে। ভেরাক্রুজে প্রবল বৃষ্টিপাতে একটি বাড়ি ধসে ১৩ জন নিহত হয়।

দেশের অপরপাশে ম্যানুয়েলের প্রভাবেও ওক্সাকা, গুইয়েররেরো ও চিহুয়াহুয়াও প্রবল বৃষ্টিপাতে বাড়ি ধসে কয়েকজন নিহত হয়েছেন। “দেশের অধিকাংশ এলাকায় প্রবল ও প্রলম্বিত বর্ষাকাল”র ভবিষ্যদ্বাণী করে মেক্সিকোর জাতীয় আবহাওয়া বিভাগ সারাদেশে জারি করা উচ্চ সতর্কতা বজায় রেখেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।