মেক্সিকোর জোকালা স্কয়ারে আন্দোলনরত শিক্ষকের হটিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
এর আগে সরকার শিক্ষকদের জোকালো স্কয়ার ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল।
তবে শিক্ষকদের হটিয়ে দিতে গেল পুলিশের ওপর আন্দোলনকারীদের কয়েকজন পেট্রল বোমা ছুড়ে মারে বলে জানা গেছে।
উল্লেখ্য, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিটো অনুমোদিত শিক্ষা সংস্কার পদক্ষেপের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। নতুন ব্যবস্থার মধ্যে শিক্ষকদের মূল্যায়ন পরীক্ষা দেওয়ার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। মূলত এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।