সিকিউরিটিজ-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসি নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসইসির প্রজ্ঞাপন নম্বর-এসইসি/সিএমআআরসিডি/২০০৯-১৯৩/৪৯/অ্যাডমিন/০৩-৪৮ তারিখ জুলাই ১৪, ২০১০ ভঙ্গের কারণে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক অধ্যাপক অধ্যাপক এম এ মান্নান, নারগীস মান্নান, রেশমী মান্নান সিদ্দিকী ও গালিব মান্নানকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই বিধি ভঙ্গের দায়ে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের প্লেসমেন্টধারী মোহাম্মদ সোলেমান চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করে এসইসি। এ ছাড়া এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডমিন তারিখ: ২৭/০৯/২০০৯ ভঙ্গের কারণে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা করে জরিমানা করে এসইসি। আর নিয়ম ভঙ্গ করায় ফু-ওয়াং ফুডস লিমিটেডের চেয়ারম্যান মো. সাদেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শর্ট সেল রেগুলেশন ৪(১)-ভঙ্গের দায়ে সিলনেট সিকিউরিটিজ লিমিটেড এবং ফার্স্টলিড সিকিউিরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর বিধি ১১, দ্বিতীয় তফসিলে বর্ণিত স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধিদের আচরণ বিধি ১ ও ৬ ভঙ্গ করায় মোহাম্মদ আল আমিনের (সিএমএসএল সিকিউরিটিজের অনুমোদিত প্রতিনিধি) বরাবর ইস্যুকৃত অনুমোদিত প্রতিনিধির নিবন্ধন সনদপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।