কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ।
একটি সকালে প্রতীক্ষায় আছি
যখন বিশ্লেষিত হব আমার কৃত অপরাধে
আমাকে খন্ডিত খন্ডিত করবে আমারই ভুলগুলো
সেই সকালে; যে সকালে পদচিহ্ন ধূলিসাত হয়ে যাবে
ছুড়ে ফেলে দেওয়া হবে আবর্জনার স্তুপে
যেখানে আগে থেকেই অবস্থান করছে কতগুলি কীট
তারাই স্বঘোষিত স্বচ্ছ মানুষ।
অসভ্য মানুষের মত বারবার ফিরে আসি তাদের কাছে
ফিরে আসি অন্য রুপে; যে রূপে নিজেকে কখনই দেখিনি
অসম্ভব যন্ত্রনার মাঝে ফিরে আসি, ফিরে আসি হেমলক হাতে।
ফিরে আসি আমি- রূদ্র্র'র মত নয়, জীবনান্দ দাশের মত নয়
নজরুলের মত নয়- আমি আমার মত আসতে চাই,
ধামামা বাজিয়ে ধ্রুপদ ঘোড়ায় চড়ে আসতে চাই,
যে আসার বিপরীতে ফিরে যাওয়া নেই
নেই পতনের সুখকন স্মৃতি।
ফিরে এসে আমি বলতে চাই
আমি বলতে চাই, আমার কথা
আমি বলতে চাই তোমার কথা, তোমাদের কথা
আমাদের সবার কথা
যে বলার কোন শেষ নেই, যারা আমাকে বলতে দিয়েছে
যারা আমাকে কণ্ঠস্বর দিয়েছে-
আমি তাদের জন্য বলতে চাই
আমি বলতে গেলে-কতগুলি হিংস্র হায়েনা
তীক্ষ্ম তীব্রভাবে তাকিয়ে থাকে আমার দিকে
যারা আমার কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করে দিতে চায়
কারবালার ময়দানে রোদে জ্বালিয়ে পুড়িয়ে খারখার করে দিতে চায়
আমি তাদের জন্যও বলতে চাই।
আমি বলতে চাই-
একম একটি সকাল চাই যে সকালে আমাকে বলতে দেয়া হবে
আমি সেই সকালের প্রতীক্ষায় আছি।
নিশাচর আমি আজ, নিশ্চুপ নই
মেঘ বালিকার মত সিনেমার প্রথম দৃশ্যই উত্থান হয়ত হয়নি আমার
তবুও বলতে চাই একটি কথা
হে উদাসীন পৃথিবী বিধাতা হয়তো ভয় পেয়েছেন
কিন্তু আমি কখনই ভয় পাবো না।
আমি প্রকৃতির নিয়ম মানি না আমি চলি আমার নিয়মে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।