আমাদের কথা খুঁজে নিন

   

সিলেবাস

আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ মনকে যতই পড়তে বলি, মন কিছুতেই মানছে না। চোখ দেখে যায়, কান শুনে যায়, মনটা কিছুই জানছে না পাওয়ার নিয়ে পড়তে বসি, জাঁকিয়ে বসে কল্পনা; ঘোর লাগা সব সূত্র দেখে ক্লান্তি, সেটাও অল্প না ! সিগ্ন্যালের ঐ বক্র রেখায় কি মায়া তা বোঝাই ভার ,:S তন্দ্রা চোখে তাকিয়ে থেকে এক পাতাতেই দিন কাবার ! যতই বসি লজিক নিয়ে পাচ্ছি কেবল লজিক হাই ! :? তার ছিড়ে আর হয়না কিছুই, এইবেলাতেও উষ্টা খাই ! :'( ম্যাটেরিয়াল-ম্যাগ্নেটিজম 'হা ! হা ! হো ! হো !' করছে রব। :O বইটা খুলে যেই না বসি, 'ধুর ছাতা ! কি লিখছে সব !' শেষ ভরসা হিম্যানিটিজ, হিসাব নিয়েই দিন কাটাই দিন শেষে আজ বুজতে পারি, এইখানেতেও ভরশা নাই ( এসব দেখে হতাশ চোখে বেড়াল হয়ে ভাবছিলাম ! B( কিসের বুয়েট ? কিসের সিজ়ি ? আগেই তো বেশ বাঘ ছিলাম ! :-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.