আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় র্মাস্টাস (জাতীয় বিশ্ববিদ্যালয়) এর সিলেবাস

আমি আমার পৃথিবীর রাজা

বাংলায় যারা অনার্স করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আমি তাদের একজন। থাকি ঢাকায়, কলেজ ময়মনসিংহে। ঢাকায় কারো সাথে পরিচয় না থাকায় একটা সিলেবাস যোগার করতে পারি নাই। নেটে অনেক খুঁজেও পাইলাম না। শেষ পর্যন্ত যোগার হইছে। ইচ্ছে করলে এখন অন্যরাও পেতে পারেন। ১০৫১ আধুনিক বাংলা কাব্যের বিশেষ যুগ ঈশ্বরচন্দ্র গুপ্ত, মাইকেল মধূদসুদন দত্ত, বিহারীলাল ও কায়কোবাদ = ৬০ জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য = ৪০ ১০৫২ বাংলা গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারিচাদ মিত্র, বঙ্কিমচন্ত্র চট্টোপাধ্যায়, মীর মশারফ হোসেন = ৬০ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী ও কাজী আব্দুল ওদুদ অথবা বিভূতিভূষণ বন্দ্যোপধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, সৈয়দ ওয়ালীওল্লাহ = ৪০ ১০৫৩ রবীন্দ্রসাহিত্য ও বাংলালিপি রবীন্দ্রকাব্য- বলাকা, সেঁজুতি, জন্মদিনে, শেষলেখা, যোগাযোগ ও কালান্তর = ৭৫ বালালীপির উদ্ভব ক্রমবিকাশ = ২৫ ১০৫৪ নজরুল সাহিত্য ও বাংলা ভাষা নজরুলকাব্য- বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্দু-হিন্দোল নজরুল গল্প ও প্রবন্ধ- মৃত্যুুধা, রিক্তের বেদন অথবা যুগবাণী, রজবন্দীর জবানবন্দী, দূর্দিনের যাত্রী = ৬০ বাংলা ভাষা ৪০ অনুশীলনী ৫০ মৌখিক ৫০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.