আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএলে স্পট ফিক্সিং: পাকিস্তানি যুবক রিমান্ডে

মনের মহাজন খুঁজে ফিরি.... বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার সাজিদ খান নামের সেই পাকিস্তানি নাগরিককে দুই দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার গোয়েন্দা পুলিশ তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে হাকিম আতিকুল ইসলাম দুই দিন মঞ্জুর করেন। গতকাল চিটাগং কিংস ও বরিশাল বার্নাসের উত্তেজনাপূর্ণ ম্যাচের সময়ই মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আটক হন তিনি। সাজিদ খান নামের সেই পাকিস্তানি নাগরিক নাকি চিটাগং কিংসের খেলোয়াড়দের লাউঞ্জে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে বিসিবির নিরাপত্তা বিভাগের লোকজন তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে মিরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

বিশেষ সূত্র জানিয়েছে, সাজিদ খানের কাছে চিটাগং কিংসের একজন পাকিস্তানি ক্রিকেটারের মোবাইল ফোন নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাওয়া গেছে। একই সঙ্গে পাওয়া গেছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের আরেক পাকিস্তানি ক্রিকেটারের মোবাইল নম্বর। গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ মিরপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। জালাল ইউনুস জানান, পাকিস্তানি ওই নাগরিককে পুলিশের হাতে তুলে দিয়েছে বিসিবি।

এখন যা করার পুলিশই করবে। বিপিএলের আয়োজক বিসিবি। এই প্রতিযোগিতায় স্পট ফিক্সিংয়ের ঘটনা বিসিবি কেন তদন্ত করবে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা এ ধরনের এজেন্সি না। সবচেয়ে বড় কথা, সে বিদেশি নাগরিক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার অধিকার একমাত্র পুলিশের আছে।

এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞও নেই। তাই পুলিশ যা করার করবে। আমাদের কিছু করার নেই। ’ বিসিবির মতো আইসিসিও জানিয়ে দিয়েছে, বিষয়টি নিয়ে তারাও তদন্ত করবে না। আইসিসির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এটা আইসিসির টুর্নামেন্ট না।

যাদের টুর্নামেন্ট, তারাই বিষয়টা দেখবে। সূত্র: দৈনিক প্রথম আলো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.