আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএলে স্পট ফিক্সার সন্দেহে পাকিস্তানি গ্রেপ্তার

ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে সন্দেহে সাজিদ খান নামের জনৈক পাকিস্তানি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে বিসিবির নিরাপত্তা বিভাগ। রোববার খেলোয়াড়দের সাজঘরের কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানান বিসিবি নিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল (অব মিজবাউল হক সেরনিয়াবাত। সাজিদের মোবাইলফোনে চিটাগং কিংসের পাকিস্তানী ক্রিকেটার নাসির জামশেদের মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর ঢাকা গ্ল্যাডিয়েটরসের রানা নাভেদ উল হাসানের ই-মেইলের ঠিকানা পাওয়া গেছে। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাতে মিরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেরনিয়াবাত জানান,‌ আটক সাজিব খানের বিরুদ্ধে সম্ভাব্য ফিক্সার হিসেবে একটি মামলাও করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

` বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান কর্নেল সেরনিয়াবাত। তারওপর ভিত্তি করে মামলা করা হয়। বিসিব নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বাংলানিউজকে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন,‌ `আটক সাজিব খান ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অবস্থান করছেন এবং সবগুলো ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম পর্বের খেলা শেষে চট্টগ্রামের খেলাতেও ছিলেন বলে সাজিব খান স্বীকার করেছেন। এরপর একটি দলকে অনুস্মরণ করে কক্সসবাজারে যান তিনি।

চট্টগ্রাম পর্বের খেলা শেষে ঢাকায় ফিরে আসেন। পাকিস্তানী নাগরিক সাজিব খান রোববার সকাল ১১টা থেকে মোবাইলফোনে তার দেশের অনেকগুলো নম্বরে যোগাযোগ করেছেন। এসময় বাংলাদেশিদের মোবাইলেও কথা বলেছেন বলে নিশ্চত হয়েছেন বিসিবি কর্মকর্তারা। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.