যা আমি সঠিক বলে মনে করি তাই বলি, অন্যের তা ভাল নাও লাগতে পারে। বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্থান সফরে যাচ্ছে না আপাতত। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আমাদের খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত মনে করলেই একমাত্র পাকিস্থান যাওয়ার সিদ্ধান্ত নেয়া যেতে পারে। কিন্তু পাকিস্তানীরা যদি মনে করেন এ পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের খেলোয়ারদের বিপিএলে খেলার জন্য বাংলাদেশে আসার অনুমতি দিবেন না তা হলে এটি হবে তাদের একটি বড় ভুল। বাংলাদেশে সাধারণ মানুষের দাবী এবং পাকিস্থানের বর্তমান সহিংস পরিস্থিতির কারনে বাংলাদেশ পাকিস্থান সফর আপাতত স্থগিত রেখেছে। কিন্তু বাংলাদেশে খেলতে না দেয়ার ব্যাপারে পাকিস্থান ক্রিকেট বোর্ড কোন যুক্তিই দেখাতে পারবেন না। এতে করে পাকিস্থান আন্তর্জাতিক ক্রিকেট অংগনে কোন ঠাসা হয়ে পড়বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।