একদিন ঘাস হতে চেয়েছিলাম হতে চেয়েছিলাম মুক্ত বিহঙ্গ মুক্ত বলাকা ঐ নীল আকাশের পথিক হতে চেয়েছিলাম অজানা পথের। কোন এক প্রভাতে তোমাকে ভালবাসতে চেয়েছিলাম প্রগাঢ় ভালবাসায় তোমাকে সিক্ত করব তাই প্রমোদ গুণেছিলাম। পথিক হইনি হতে পারিনি সবুজ ঘাসও হতে পারিনি পারিনি মুক্ত বলাকা হতে মুক্ত বিহঙ্গ হয়ে নীল আকাশে ভাসতে। হয়ত তোমার ভালবাসা নিয়ে শ্রবণজলে ভিজতেও পারবনা পারবনা তোমার জন্য হাজার খানেক পদ্য লিখতে। হয়ত পারবনা তোমার মনের মনিকুঠুরে একটু খানি থাকতে, তোমায় নিয়ে জীবন তরীর সাতকাহন আঁকতে। এমন যদি হত আমায় নিয়ে তুমি মুক্ত হাওয়ায় ভাসতে আমার প্রাণে দোলা দিয়ে প্রেমের কাব্য লিখতে। আসবে কি তেমন দিন? যেদিন তুমি ভালবেসে হবে মোর রঙিন ভ্যালেন্টিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।