পঙ্খিরাজে চাদেঁর দেশে
জুয়েলের বিদেশ যাত্রা ও আমার অনুভূতিঃ
বিদায়, বিচ্ছেদ, বিরহ আমার কাজে বড় কঠিন শব্দ। যে কোন বিদায়ই অন্তরকে নাড়া দেয়। আর যদি হয় মা-মাটি মাতৃভূমি ছেড়ে যাওয়া, সে বিদায়ে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। আমি জানি তুমি এখন ঢাকা বিমানবন্দরে আমেরিকায় ফ্লাইটের জন্য প্রতীক্ষায়। প্লেন তোমাকে নিয়ে যাবে বুশ-অবামার দেশে।
আসলে শেষের কথাটি ভুল। দুনিয়ার সব জায়গা আল্লাহর রাজ্য। আর আমরা মুসলমান হিসাবে তাঁর রাজ্যে বিচরন করতে পারি। সারা দুনিয়া মুসলমানের জন্য বসবাসের জায়গা, যদি সেখানে ধর্মীয় কাজে বিধি নিষেধ না থাকে।
দার্শনিক কবি আল্লামা ইকবাল বলেছেন,
চিন ও আরব হামারা
হিন্দুস্থান হামারা
মুসলিম হ্যা হাম,
ওয়াতান হ্যা ছারা জাহান হামারা....!
অর্থাৎ সারা পৃথিবী মুসলমানের জন্য মাতৃভূমি।
আমি মনে করি প্রত্যেক মানুষের নিতান্ত একবার দেশ ত্যাগ বা হিজরত করা উচিত। চৌদ্দশত বছর পূর্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) মদিনায় হিজরতের ফলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। হিজরত তাঁকে সফলতায় পৌছিয়ে দেয়।
তিনি ইসলাম প্রচার করতে নিজের মাতৃভূমি মক্কায় বারবার বাধাঁর সম্মুখিন হন। দীর্ঘ তের বছর করেও বাধাঁ চরমে পৌছে।
ফলে তার জীবননাশের হুমকি আসে। তিনি রাতের আঁধারে মক্কা থেকে হিজরত করে মদিনায় রওয়ানা হন। ইতিহাস সাক্ষী তিনি নতুন পরিবেশে মাত্র নয় বছরে ইসলাম কে রাষ্টীয় ক্ষমতায় পৌছান। মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়। সেই সুবাতাস অবশেষে ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে।
আমি আশির্বাদ করি তোমার জীবন সফলতায় ভরে উঠুক! মুসলিম হিসেবে ইসলামের মৌলিক বিষয়গুলি যত্ন সহকারে পালন করবে। তোমার ষ্টাডি ক্যারি অন করবে। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কোর্স যেটি সমাপ্ত করেছে সেটির ধারাবাহিকতা বজায় রাখবে। আমি মনে করি দু'তিন বছর ষ্টাডি করলে ইক্যুইভালেন্ট হয়ে যাবে। যদিও মনে হবে দু'তিন বছর অনেক সময়।
কিন্তু বাকী জীবনের তুলনায় দু'তিন বছর স্বপ্নের মত।
২০০১ সালের ১৭ ফেব্রুয়ারি স্বদেশ ছাড়ার সময় ঢাকা বিমান বন্দরে বৃটিশ এয়ারওয়েজে বসে একটি কবিতা লেখেছিলাম। সে অনুভূতি শেয়ার করে লেখার সমাপ্তি টানছি এবং প্রভূর কাছে তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি!
রাতের আঁধার কেটে গেল সূর্যোদয়ের হাসি
এমন সময় কেমন করে স্বদেশ ছেড়ে আসি!
ওরে আমার প্রাণের প্রিয় জন্মভূমির মাটি
তোর বুকেতে হেসে খেলে ছিলাম পরিপাঠি।
দুঃখে আমি যাচ্ছি এখন তোকে কেবল ছেড়ে
বলতে পারিস কেউ কারা নিচ্ছে আমায় কেড়ে!
আমি এখন নীল আকাশে ডানা বিহীন পাখি
মায়ের জন্য তবু আমার ভাসছে জলে আখিঁ।
ভাইয়ের কথা বোনের কথা পড়ছে শুধু মনে
পণ করেছি হাজার বাধাঁয় থাকব তাদের সনে।
মাগো আমার নয়ন ভরা অশ্রু ঝরা ফুলে
দোয়া করো আবার যেন আসি তোমার কোলে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।