আমাদের কথা খুঁজে নিন

   

মিরসরাইয়ে দুর্ঘটনায় আহত ছাত্র জুয়েলের অবস্থার অবনতি

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে জুয়েল বড়ুয়া নামে এক ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জুয়েলের বাবা ভদ্র সেন বড়ুয়া জানান, সে আবু তোরাব উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। কয়েক দিন থেকে তার শ্বাসকষ্ট হচ্ছিল। সমস্যাটি আস্তে আস্তে বেড়ে যাওয়ায় তাকে মিরসরাইয়ের বেসরকারি হাসপাতাল মাতৃকায় ভর্তি করা হয়।

কিন্তু চিকিত্সকেরা জানান, জুয়েলের উন্নত চিকিত্সা প্রয়োজন। চিকিত্সকেরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিতে বলেছেন। মাতৃকা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রমিজুল হাসান জানান, জুয়েলের ফুসফুসে পানি জমে গেছে। এ ধরনের চিকিত্সা এখানে নেই। উন্নত চিকিত্সার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রয়োজন।

জানা গেছে, উন্নত চিকিত্সার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সে সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত ১১ জুলাই মিরসরাইয়ে খেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ৩৭ জন ছাত্রসহ ৩৯ জন নিহত হয়। চিকিত্সাধীন অবস্থায় পরে আরও দুই ছাত্র মারা গেলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৪১ জনে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.