আমাদের কথা খুঁজে নিন

   

রেশমা উদ্বারঃ দেশী বিদেশী শত্রুরা ঝেকে বসে আসে।

যদি রেশমা উদ্বার নাটক হয় তাইলে যেই মানুষ তা কে মহামানব বলছেন দুই দিন আগে সেই এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. এনামুর রহমান মিথ্যাবাদি হয়ে যাচ্ছে তাই না ? এনাম হাসপাতালের প্রতিষ্ঠাতা গতকাল তিনি বলেন, হাসপাতালের রেজিস্টারে কোথাও ‘রেশমা’ নামে কোনও রোগীর নাম নেই। অথচ আমাদের হাসপাতালে ২ দিন চিকিত্সা নেওয়ার পর সে মিসিং হয়েছে বলে উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। এটি হাস্যকর। তিনি বলেন, রেশমা যদি নিখোঁজই হত তবে তার আত্মীয়-স্বজন নিশ্চয়ই তাত্ক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষের জবাব চাইত। ওই সময় সাভারে দেশি-বিদেশি গণমাধ্যমেরও সরব উপস্থিতি ছিল।

আমাদের হাসপাতাল থেকে কোনও রোগী নিখোঁজ হয়ে গেলে সেটিও সংবাদ শিরোনাম হত। অথচ এমন কোনও কিছুই হয়নি। আজ যারা রেশমাকে নিয়ে কুত্সা রটনা করছেন, তারা প্রকৃতপক্ষে ষড়যন্ত্রই করছেন। পাশাপাশি পরশ্রীকাতরতাও রেশমার কিছু সহকর্মীর মধ্যে কাজ করতে পারে বলে মনে হচ্ছে। আমার মাথায় ঠুকে না হাজার মানুষ মারা গেলো আর রেশমা উদ্বার টা কে নাটক বলার কারন কি ? আর রেশমা উদ্বার যদি নাটক ই হয় কেনো সেই নাটক করা হবে ? তাহলে কি অলোকিকতা বলে কোনো কিছু থাকতে পারে না ? কিছু দেশপ্রেমিক(?) কে দেখা যায় সর্বদা ই বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করার জন্য দাঁড়িয়ে আছে, তারা সুযোগ এর অপেক্ষায় থাকে সব সময়।

প্রথম আলো যে চুতিয়া আবার ও প্রমান করলো তারা । বিদেশী সংবাদ মাধ্যম এর সংবাদ ছিলো সেটা মনে হয় নাই তাদের আজ কের প্রতিবেদন দেখে মনে হলো এই সব চুতিয়াদের কে চিনতে আর ও কি কিছু বাকি আছে কিনা কে জানে। যারা দৈনিক মিরর এর প্রতিবেদন পড়ে লাফাইতেছেন তারা আগে দৈনিক মিরর এর অতীত ইতিহাস জেনে আসুন দয়া করে। আর যারা আমাদের দেশের ভাবমুর্তি নষ্ট করতেছে তারা দেশের শত্রু। এই দেশে থাকবেন আর এই দেশের বদনাম করবেন আর এই দেশের ভাবমুর্তি নষ্ট হলে হাত তালি দিবেন।

বাহঃ ভালো তো ভালো না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।