রেশমা !! একটি সাধারণ নাম । একজন সাধারণ মানুষ । কিন্তু মহান বিধাতার কি অপার কৃপা । জীবনের শ্রেষ্ঠ স্বাদ তাকে উপহার দিয়েছেন । মৃত্যুর এত কাছাকাছি গিয়েও জীবনের আলো দেখতে পেয়েছে।
আল্লাহ্ এমন দয়ালু যে সবসময় তার সৃষ্টিকে পূর্ণ মহিমাময় করে তোলেন । যে ব্যাক্তি আল্লাহ্র উপর ভরসা করেন, তার জন্য আল্লাহ্ই যথেষ্ট । আল্লাহ্ তার কাজ পূর্ণ করবেন, ইন শা আল্লাহ্ ।
এই পৃথিবীর মায়াজালে জড়িয়ে মানুষ ভুলে যায় যে তাকেও সেখানেই ফিরতে হবে যেখান থেকে সে এসেছে । মহান আল্লাহ্ সব কিছুর সময় নির্ধারণ করে রেখেছেন ।
নির্ধারিত সময়ে মানুষ জানতে পারবে তার জয়- পরাজয় । আজ যারা অন্যদের পরাজিত করে খুব আনন্দিত হচ্ছে , মিথ্যে বাহাদুরি দেখাচ্ছে তাদের পরিণতি শুধু পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সেই পরাজয় হবে ভয়ঙ্কর । মুনাফেকির মতো মহাপাপকারীদের শাস্তি হল দুই জাহান্নাম, একটি পৃথিবীর জাহান্নাম আরেকটি হল অনন্তকালের জাহান্নাম ।
নিজেকে রেশমার জায়গায় চিন্তা করছিলাম । আমি হলে কি বেঁচে থাকার চেষ্টা করতাম ??? অথবা মৃত্যুকে আলিঙ্গন করে নিতাম মুঠো ভরে ??? চোখ বন্ধ করে অন্ধকার কুঠুরিতে নিজেকে আবদ্ধ করে আমার আমির মৃত্যুকে আলিঙ্গন করার একটা আকুলতা টের পেয়েছি ।
মৃত্যুর পরের জীবনে দাড়িয়ে এই পৃথিবীর কিছু ভোগ-বিলাসী মানুষের করুন পরিণতি দেখার অপূর্ণ সাধ পূর্ণ করতে চাইতাম আমার জীবনের খুব বেশী চাওয়া- পাওয়া বাকী নেই । এখন শুধুই বেঁচে থাকার জন্য বেঁচে থাকা । তাই আমার মৃত্যু নিয়ে এমন চিন্তা কিন্তু রেশমা ?? তার পরিবার পরিজনের ভালোবাসার, হয়তোবা একমাত্র জীবন ধারনের আশার আলো এই রেশমা । কতটা পুণ্যের অধিকারী হলে মহান আল্লাহ্ তাআলার এমন আশীর্বাদ পাওয়া যায় ??? বেঁচে থাকো বোন আমার । মৃত্যুর কাছ থেকে বিধাতা তোমাকে পবিত্র করে এনেছেন।
আর কোন পাপ অথবা পাপী যেন তোমাকে আর স্পর্শ না করে, তোমার এমন পবিত্রতা যেন সকলের মাঝেই ছড়িয়ে যায়। এই প্রার্থনা . ....................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।