Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture! দেখতে না দেখতেই চলে গেলো আরো একটি বছর।
একে একে ক্যালেন্ডরের আরো বারোটি পাতা ছেড়া হয়ে গেছে ।
মনে হচ্ছে এই তো সেদিন, সারা দুনিয়া চেয়ে দেখলো -
বনানীর কবরস্থানে খোঁড়া হলো সারিবদ্ধ কবর।
কেবল দেশকে ভলোবাসার কি চরম মূল্য দিতে হলো,
দেশের জন্য “সব-দিতে-পারা” শ্রেষ্ঠ সন্তানদের।
চাটুকার বুদ্ধিজীবীর দল - যারা কেবল "ড্রয়িংরুম-যুদ্ধে”
মুক্ত দেশকে বার বার মুক্ত করে পদক লাভ করে -
মুখ টিপে হাসলো তারা, আমার ভাইয়ের গলিত লাশের দিকে
বিদ্রুপভরে তাকিয়ে - চাটুকার হতে না পারার পরিণতি দেখে।
খবর বাণিজ্যের বণিকেরা - শোকের নির্লজ্জ "ফটো-বাণিজ্য" করলো,
আমার ভাইয়ের পিতৃহীন মেয়েদের কবর আঁকড়ে ধরে কান্নার
ছবি ছেপে। আমার ভাইয়ের বিধবা স্ত্রীকে বার বার ডাকা হলো -
পৃথিবীতে কোথাও তার আর কিছুই নেই, তা মনে করিয়ে দিতে।
এভাবেই মৃত-পরিবারের কেটে গেলো তিনটি বছর - বাইরের পৃথিবীকে
বাইরেই তালাবদ্ধ রেখে, ঘরে বসে কাটিয়ে দিল তারা তিন তিনটি বছর।
“অপমানে হতে হবে একদিন তাদেরই সমান” - জেনেও তাদের
অপমানই করা হলো। দৃষ্টি সীমার বাইরে, অন্ধকারে ঘাপটি মেরে থাকা
হকুমের আসামিরা ভাবে, “সময়ই সব কিছুর সমাধান করে দেবে”।
কিন্তু তাই কি হয়? নাকি, চেয়ে চেয়ে দেখার অপরাধে
"দিনে দিনে বেড়ে যাওয়া দেনা"র শৃঙ্খলে বাঁধা পড়বে মুক্ত স্বদেশ??
[এর আগে এই ব্লগে এবং অন্য ব্লগে প্রকাশিত লেখাটা সামান্য সম্পাদিত রূপে আবার প্রকাশ করা হলো] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।