Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!
দেখতে না দেখতেই চলে গেলো আরো একটি বছর।
একে একে ক্যালেন্ডরের আরো বারোটি পাতা ছেড়া হয়ে গেছে ।
মনে হচ্ছে এই তো সেদিন, সারা দুনিয়া চেয়ে দেখলো -
বনানীর কবরস্থানে খোঁড়া হলো সারিবদ্ধ কবর।
কেবল দেশকে ভলোবাসার কি চরম মূল্য দিতে হলো,
দেশের জন্য “সব-দিতে-পারা” শ্রেষ্ঠ সন্তানদের।
চাটুকার বুদ্ধিজীবীর দল - যারা কেবল "ড্রয়িংরুম-যুদ্ধে”
মুক্ত দেশকে বার বার মুক্ত করে পদক লাভ করে -
মুখ টিপে হাসলো তারা, আমার ভাইয়ের গলিত লাশের দিকে
বিদ্রুপভরে তাকিয়ে - চাটুকার হতে না পারার পরিণতি দেখে।
খবর বাণিজ্যের বণিকেরা - শোকের নির্লজ্জ ফটো-বাণিজ্য করলো,
আমার ভাইয়ের পিতৃহীন মেয়েদের কবর আঁকড়ে ধরে কান্নার
ছবি ছেপে। আমার ভাইয়ের বিধবা স্ত্রীকে বার বার ডাকা হলো -
পৃথিবীতে কোথাও তার আর কিছুই নেই, তা মনে করিয়ে দিতে।
এভাবেই মৃত-পরিবারের কেটে গেলো দুইটি বছর - বাইরের পৃথিবীকে
বাইরেই তালাবদ্ধ রেখে, ঘরে বসে কাটিয়ে দিল তারা দুই দুইটি বছর।
“অপমানে হতে হবে একদিন তাদেরই সমান” - জেনেও তাদের
অপমানই করা হলো। দৃষ্টি সীমার বাইরে, অন্ধকারে ঘাপটি মেরে থাকা
ঘাতক-গুরু ভাবে, “সময়ই সব কিছুর সমাধান করে দেয়”।
দেয় নাকি?
নাকি, "দিনে দিনে বেড়ে যাওয়া দেনা"র শৃঙ্খলে বাঁধা পড়বে মুক্ত স্বদেশ??
[গত বছর এই ব্লগে প্রকাশিত লেখাটা, সামান্য সম্পাদিত রূপে আবার প্রকাশ করা হলো]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।