আমাদের কথা খুঁজে নিন

   

মাত্র আট বছর বয়সে গ্রাজুয়েট

আমি একজন সাংবাদিক দ্য বেঙ্গলি টাইমস ডটকম আট বছর বয়সে কলেজে ভর্তি হয়ে এক বছর পর স্নাতক হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন মোসে কায় ক্যাভালিন। চলতি বছরের ভালোবাসা দিবসে ১৪ বছরে পৌঁছলেন যুক্তরাষ্ট্রের তরুণ প্রতিভাধর এই শিক্ষার্থী। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাভালিন রচিত প্রথম বই ‘উই ক্যান ডু’ বের হয়েছে। বইটিতে তিনি লিখেছেন, ভালো কিছু করার জন্য মেধাবী হওয়ার প্রয়োজন নেই বরং কঠোর অধ্যবসায়টাই জরুরি।

আট বছর বয়সে ইস্ট লস অ্যাঞ্জেলেস কমিউনিটি কলেজে ভর্তি হন ক্যাভালিন। এক বছর পর জিপিএ ৪সহ অ্যাসোসিয়েট অব আর্টস ডিগ্রি অর্জন করতে সক্ষম হন তিনি। কলেজটির অধ্যাপক বিচার্ড আভিলা তার সব অনুপ্রেরণার মূলে। ক্যাভালিনের সফলতার কৌশল কী, তা নিয়ে একটি বই লিখতে অনুপ্রেরণা জোগান আভিলা। তার পর থেকে বইটির কাজ শেষ করতে তার চার বছর সময় লেগে গেছে।

ইংরেজি ভাষায় রচিত ১০০ পৃষ্ঠার বইটিতে ক্যাভালিন উল্লেখ করেছেন, দৃঢ় প্রত্যয় থাকলে যে কেউ প্রত্যাশিত ফল অর্জন করতে সক্ষম হয়। সফলতা অর্জন করতে প্রচণ্ড মেধাবী হওয়ার প্রয়োজন নেই বরং কঠোর অধ্যবসায়ই যথেষ্ট। দ্য বেঙ্গলি টাইমস ডটকম আট বছর বয়সে কলেজে ভর্তি হয়ে এক বছর পর স্নাতক হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন মোসে কায় ক্যাভালিন। চলতি বছরের ভালোবাসা দিবসে ১৪ বছরে পৌঁছলেন যুক্তরাষ্ট্রের তরুণ প্রতিভাধর এই শিক্ষার্থী। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থী।

এরই মধ্যে ক্যাভালিন রচিত প্রথম বই ‘উই ক্যান ডু’ বের হয়েছে। বইটিতে তিনি লিখেছেন, ভালো কিছু করার জন্য মেধাবী হওয়ার প্রয়োজন নেই বরং কঠোর অধ্যবসায়টাই জরুরি। আট বছর বয়সে ইস্ট লস অ্যাঞ্জেলেস কমিউনিটি কলেজে ভর্তি হন ক্যাভালিন। এক বছর পর জিপিএ ৪সহ অ্যাসোসিয়েট অব আর্টস ডিগ্রি অর্জন করতে সক্ষম হন তিনি। কলেজটির অধ্যাপক বিচার্ড আভিলা তার সব অনুপ্রেরণার মূলে।

ক্যাভালিনের সফলতার কৌশল কী, তা নিয়ে একটি বই লিখতে অনুপ্রেরণা জোগান আভিলা। তার পর থেকে বইটির কাজ শেষ করতে তার চার বছর সময় লেগে গেছে। ইংরেজি ভাষায় রচিত ১০০ পৃষ্ঠার বইটিতে ক্যাভালিন উল্লেখ করেছেন, দৃঢ় প্রত্যয় থাকলে যে কেউ প্রত্যাশিত ফল অর্জন করতে সক্ষম হয়। সফলতা অর্জন করতে প্রচণ্ড মেধাবী হওয়ার প্রয়োজন নেই বরং কঠোর অধ্যবসায়ই যথেষ্ট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.