দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
আজ সুন্দরবনকে ভোট দেয়ার শেষ দিন। আর মাত্র ১৩ ঘন্টা ২৮ মিনিট বাকি আছে। অথচ সামুতে ব্লগারদের তেমন কোন উৎসাহ দেখতেছিনা। সামুর মডুদের কাছে আবেদন একটি পোষ্ট ষ্টিকি করতে।
কিছু ব্লগারেরা যা লিখেছেন তার যে কোন একটি পোষ্ট ষ্টিকি করা হউক।
তাছাড়া সরকারের কাছে আবেদন করব সকল মোবাইল কোম্পানি গুলোর সাথে চুক্তি/ আলোচনা করে ফ্রি SMS পাঠানোর ব্যবস্থা করতে। মাত্র কয়েক মিনিট এ সুযোগ পেলে বাংলাদেশের মানুষেরা ফ্রি SMS করে ভোটের চেহারা পাল্টাতে পারে। সুযোগ চলে গেলে কিন্তু তখন পচতাতে হবে।
ভোট দেয়ার নিয়মঃ
আন্তর্জাতিক এসএমএস চালু হওয়ার কারণে এখন সুন্দরবনকে ছয়টি উপায়ে ভোট দেওয়া যাবে।
এক. আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে: http://www.n7w.com বা http://www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে একটি ই-মেইল ঠিকানা থেকে একবার করে ভোট দেওয়া যাবে।
দুই. ফেসবুক থেকে: http://www.facebook.com/new7wondersofnature পেইজ থেকে ভোট দেওয়ার সুবিধা আছে।
তিন. বাংলাদেশ থেকে এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SB লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩৩৩ নম্বরে। যত খুশি তত এসএমএস পাঠানো যাবে। প্রতিটিকেই একেকটি ভোট হিসেবে গণনা করা হবে।
চার. যেকোনো দেশ থেকে এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SUNDARBANS এরপর +২৪৮৯ ৮৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে
।
পাঁচ. টেলিফোন ভোট: টেলিফোনে ভোট দিতে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০, +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০ এই তিনটি নম্বরের যেকোনো একটিতে কল করতে হবে। এরপর একটা বার্তা শোনা যাবে। তারপর একটা সংকেত বাজলে তখন ৭৭২৪ নম্বর চাপতে হবে সুন্দরবনের জন্য।
ছয়. পার্সোনালাইজড ভোটিং সার্টিফিকেট: http://www.new7wonders.com/n7w-certificate ঠিকানায় গিয়ে পছন্দের স্থানকে ভোট দেওয়া যাবে।
এ ক্ষেত্রে ভোট দেওয়ার একটি সনদপত্র পাওয়া যাবে। তবে এই সার্টিফিকেট ভোট দিতে খরচ হবে দুই ডলার করে।
আজ যেসব ব্লগারেরা সুন্দরবন নিয়ে লেখা লেখি করেছেন তাদের লিংক নিচে দেয়া হলো(কোনটা বাদ ও পড়তে পারে)ঃ
আলমামুন১৯৮৭ঃ
Click This Link
সিষ্টেম ইন্জিনিয়ারঃ Click This Link
সায়কা সামিয়া পিমাঃ
Click This Link
ড্রাগন ফ্লাইঃ
Click This Link
আকতারুজ্জামানঃ
Click This Link
কুষ্টিয়ার পাখিঃ
Click This Link
শারমীন মাহমুদ রীমাঃ
Click This Link
মোঃ মোশারফ হোসেনঃ
Click This Link
রফিকুজজামান লিটনঃ
Click This Link
নাছিরুল ইসলামঃ
Click This Link
জারনোঃ
Click This Link
পাখিরা৮৬ঃ
Click This Link
এতগুলো লেখার মধ্যে কি মডুরা একটি পোষ্ট ষ্টিকি করতে পারে না? নাকি সামুর মালিক কানাডিয়ান হওয়াতে তিনি এটা নিষেধ করেছেন?????? কেননা কানাডা টপ ২৮ এর মধ্যে আছে।
তাছাড়া ও বিভিন্ন পত্র পত্রিকাতে আজ এ ব্যাপারে বিস্তারিত লেখা ছাপানো হয়েছে, দেখুনঃ
প্রথম আলোঃ বিশ্বের যেকোনো স্থান থেকে এসএমএসে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে
Click This Link
আসুন প্রত্যেকে হয়ে উঠি লিওনেল মেসি
Click This Link
Click This Link
আমারদেশেঃ সুন্দরবনকে ভোটদান শেষে অর্থমন্ত্রী : সুন্দরবন পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য হওয়া উচিত
Click This Link
জনকন্ঠেঃ Click This Link
আমাদের সময়ঃ my›`ieb‡K †fvU †`Iqvi AvR †kl w`b
Click This Link
তাই আসুন সুন্দরবনকে ভোট দেই, দেশকে ভাববাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।