আমাদের কথা খুঁজে নিন

   

নায়াগ্রা জলপ্রপাতের ওপর হাঁটবেন নিক, মিলেছে অনুমতি

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক কাজটি করতে পারলে অবশ্যই খ্যাতি মিলবে। তবে এ কাজে জীবনের ঝুঁকিও আছে পুরোমাত্রায়। তা হচ্ছে নায়াগ্রা জলপ্রপাতের ওপর টানানো দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া। এই কসরত দেখানোর সুযোগ পেয়েছেন মার্কিন নাগরিক নিক ওয়ালেন্ডা (৩৩)। সার্কাসে একটি রোমাঞ্চকর পর্ব হচ্ছে মাটি থেকে অনেক উঁচুতে টানটান করে দুই প্রান্তে টানানো দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া।

এতে ঝুঁকি থাকলেও দড়াবাজদের রক্ষা করার মতো ব্যবস্থা থাকে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের ওপর টানানো দড়ির ওপর দিয়ে হাঁটার সময় সে সুযোগ থাকবে না। আসছে গরমকালে দড়ির ওপর দিয়ে হেঁটে নায়াগ্রা জলপ্রপাত পার হবেন নিক। এ সুযোগ পেতে অবশ্য বেশ আইনি ঝামেলা গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার আইন পর্যন্ত পাল্টাতে হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে নায়াগ্রার এক প্রান্তের মালিক যুক্তরাষ্ট্র নিককে এভাবে হাঁটার অনুমতি দেয়। গত বুধবার অপর প্রান্তের মালিক কানাডা এই অনুমতি দিয়েছে। নায়াগ্রা পার্ক কমিশনের প্রধান জেনিস থমসন বলেন, ‘সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দুঃসাহসিক কাজের স্বীকৃতি, ঐতিহাসিক গুরুত্ব ও নায়াগ্রা জলপ্রপাতের প্রচারণার বিষয়টি বিবেচনা করে। তবে আমরা পরিষ্কার করে জানাতে চাই, এটি প্রতিদিনকার ঘটনা হবে না। এ ঘটনা একবারের জন্যই।

’ কানাডার অনুমতি পাওয়ার পর নিক বলেন, ‘ছয় বছর বয়স থেকে এটি আমার স্বপ্ন ছিল। ’ তিনি জানান, অনেকেই তাঁকে বলেছিল তাঁর এ স্বপ্ন পূরণ হওয়ার নয়। ওয়ালেন্ডা পরিবারের সপ্তম প্রজন্মের সদস্য নিক মাত্র দুই বছর বয়স থেকেই দড়ির ওপর দিয়ে হাঁটার কৌশল রপ্ত করতে শুরু করেন। নিকের পরিকল্পনা হচ্ছে, নায়াগ্রা জলপ্রপাতের উভয় প্রান্তে প্রথমে ক্রেনের সাহায্যে দুই ইঞ্চি ব্যাসের তারের দড়ি টানানো হবে। দড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হবে প্রায় এক হাজার ৮০০ ফুট।

দুঃসাহসিক অভিযানকে সফল করে তুলতে নিয়মিত অনুশীলনও শুরু করছেন তিনি। সূত্র রয়টার্স। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।