মায়ার চাঁন্দের মায়া এমন, কান্দাইল সারা জনম.....
নায়াগ্রা
কি? খুব খুশী হয়ে গিয়েছ, তাই না?
অপরকে চমকে দেওয়া যেন ভারী মজা,
আহ হা, একেবারে আবার হাসিতে কুটিকুটি,
কোথায় পাও এত হাসি বল দেখি,
বলি তোমার কি হাসির নায়াগ্রা আছে নাকি?
যাও, দিলাম মাফ করে তোমায়,
কেন দিলাম?
আমি কি রাস্ট্র করে বেরাব নাকি,
যে তোমার হাসি সব কিসুর মূল?
কোথায় একটু রাগ নিয়ে বসে থাকব,
তোমার ওই কুটিকুটি হাসি আমাকে রাগতে দেয় না।
আমি বুঝি, তুমি একটু ভাল মন্দ শুনতে চাও,
ওই কথাই আমার মুখ থেকে।
কিন্তু আমি যে এক কঞ্জুস কথাচারী,
ভালোবাসি, শুধু মুখ ফুটেই তো বলতে পারিনা,
এই তো? নাকি?
এর জন্য ঝরাবে তুমি কষ্টের নায়াগ্রা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।