আমাদের কথা খুঁজে নিন

   

গতরাতে আমার বেডমেট আমাকে সারারাত অর্থাৎ সকাল পর্যন্ত ঘুমাতে দেয় নাই ।

গতরাতে আমার বেডমেট আমাকে সারারাত অর্থাৎ সকাল পর্যন্ত ঘুমাতে দেয় নাই । কত কষ্টে যে আমি রাতটি কাটিয়েছি তা লিখে বা মুখে বলে বুঝানো একরকম অসম্ভব ব্যাপার তারপর ও আপনাদের সাথে তার কিছুটা শেয়ার করছি কারন অন্য কেউ যেন আমার মত এরকম বিপদে না পড়ে । না ঘুমাতে পারার যে কি কষ্ট আমরা সবাই তা কমবেশি বুঝি । যদিও আমার এরকম অভিজ্ঞতা পূর্বেও ছিল কিন্তু নতুন করে কবে কোথায় হতে পারে এরকম অবস্থা তা আগের থেকে বুঝতে না পারার জন্য বারবার এরকম বিপদে পড়তে হয় মাঝে মাঝে আমাকে । সেদিন আমি ঢাকায় গিয়েছিলাম একটা কাজে বাসায় ফিরতে গিয়ে রাত অনেক হয়ে যায় তাই আর বাসায় ফেরার চেষ্টা করিনি ।

এত রাতে বাসায় ফেরার চেয়ে ঢাকায় কোন নিরাপদ আশ্রয়ে থাকাই অনেক ভাল মনে করলাম তাই একটু চিন্তা করে ঢাকায়ই থাকার একটা ব্যবস্থা করে ফেললাম । থাকার জায়গা অনেকগুলো ছিল কিন্তু আমি যে জায়গাটি আমার জন্য বেশি উপযুক্ত মনে করলাম সেখানে গিয়েই আমি এই বিপদে পড়লাম । এরপর খাওয়া দাওয়া সেরে ফেললাম কারন খালিপেটে নাকি মানুষের চোখে ঘুম আসে না সেটা রাতের বেলা হলেও । তারপর ঘুমানোর আগের আনুষাঙ্গিক কাজগুলো সেরে নিলাম । এবার বিছানায় যাবার পালা যাহোক বিছানায় গেলাম ।

আমি ঘুমাবার চেষ্টা করছি কিন্তু এরইমধ্যে কখন যে আমার বেডমেট এসে পড়েছে আমি টেরও পাইনি । যাইহোক সে এসেই আমার গায়ে শুরশুরি দেওয়া শুরু করেছে । আমি প্রথমে কিছু মনে করি নাই ভেবেছি এমনিতেই হয়তো এরকম লাগছে । কিছুক্ষন পর বুঝতে পারলাম শুরশুরি দেওয়া স্থানে চুলকাইতেছে । যাইহোক মনে করলাম কিছুক্ষন আলতোভাবে চুলকালেই ঠিক হয়ে যাবে ।

এটা কোন ব্যাপার না বিছানায় শোবার পর কোন কিছুর সাথে লেগে চুলকাতে পারে । কিন্তু না দেখি কে যেন কিছুক্ষন পরপরই শুরশুরির পাশাপাশি চুলকানির ব্যবস্থা করে দিচ্ছে আমার গায়ে । তখন আমি বিছানায় উঠে বসে খুজতেছি কে আমাকে বিরক্ত করছে । দেখি সে আর কেও নয় আমার বিছানায় আমার সাথে শয়নরত ছারপোকা । সে যাইহোক এই রাতে আমার আর যাওয়ার কোন জায়গা নেই তাই বাধ্য হয়েই সেখানে কোন রকমে ঘুমাবার চেষ্টা করলাম ।

কিন্তু আমার বেডমেট ছারপোকা কিছুতেই আমাকে ঘুমাতে দেবে না বলে পণ করেছে । তাই আমার যখনই ঘুমের অবস্থা তৈরি হয় তখনই সে আমাকে আবার গায়ে শুরশুরি দেয় । এভাবে আমি সারারাত যতবারই ঘুমানোর চেষ্টা করেছি ততবারই সে আমাকে জাগিয়ে তুলেছে । তাহলে এরকম বেডমেট যদি কারও কপালে জুটে তাহলে কেমন লাগবে বলুন ? তাই এরকম বেডমেট হতে সাবধান । তাই অপরিচিত কোন বিছানায় ঘুমাবার আগে বিছানার কন্ডিশন জেনে ঘুমান উচিত বলে মনে করছি ।

তাছাড়া যেকোন দিন আপনার কপালেও জুটতে পারে এরকম পাষান মনের বেডমেট । যে আপনাকে সারারাত কষ্ট দিয়ে নিজের তৃষ্ণা মেটাবে । আপনার যদি এলার্জির সমস্যা থাকে তাহলে তো আপনার অবস্থা আরও খারাপ হবে এই বেডমেটের দ্বারা তাই আপনাদের জন্য রেড এলার্ট । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.