ধুমপানে বিষপান
মাথা ছুইয়া কইতাছি, একবিন্দুও মিছা কথা কমু না! গত রাইতে বিষকন্যারে স্বপ্ন দেখছি! কাহিনী হইল দুইদিন আগে বিষকন্যা শিরোনামে ব্লগে একটা পোষ্ট দিছিলাম! তারপর থেকে বিষকন্যা হয়ত মাথার মধ্যে ঘুরঘুর করতাছে! কাল রাতে স্বপ্নে দেখি বিষকন্যা কোন এক রাস্তা দিয়া যাচ্ছে আর আমজনতা হুমড়ি খেয়ে পড়ছে! বিষকন্যা হাত নেড়ে নেড়ে এগিয়ে যাচ্ছে, কারো কারো সাথে হাত মিলাচ্ছে। হাঠাৎ দেখি আমার সামনে চলে এসেছে, আমিতো খুশিতে টগবগ করতে করতে হাত বাড়িয়ে দিলাম, যদি একবার হ্যন্ডস্যাকটা কইরা ফেলতে পারি তাইলে সারাজীবন বন্ধুবান্ধবের লগে গল্প করা যাইব! বিস্ময়করভাবে বিষকন্যা আমার সাথেই হাত মিালাল। আমি থতমত খেয়ে কিছুক্ষন চেয়ে রইলাম, সম্মানসূচক কিছু বলার চেষ্টা করতেই আমার মুখ থেকে বের হয়ে গেল-
" I love you"
তিনি হেসে দিলেন, আমি বোকার মত তাকিয়ে আছি, কি বলতে কি বললাম।এতটাই অপ্রস্তুত হলাম যে ঘুম ভেংগে গেল! ঈমানে কইতাছি শ্রদ্ধাবোধ থেকেই আমি ঐ কথা বলছি, অন্য কিছু না। সত্যি বলতে আমি সাধারনত কখনো স্বপ্ন দেখি না বা দেখলেও মনে থাকে না! কিন্তু বিষকন্যাকে নিয়ে স্বপ্নটা পুরোই মনে আছে, কি আজব! যাই হোক আমি কিন্তু বিষকন্যারে আসলেই পছন্দ করি!
বিষকন্যা দীর্ঘায়ু হোক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।