ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ রূপকথা গড়াগড়ি খায় ধুলোর আস্তিনে মুড়ে আমাদের রাজকুমারীরা গেছে হারিয়ে অরণ্যে ভূমিপুত্র যাযাবরেরা পায় না তাদের হদিস অকাল খরায় পুড়ে যাচ্ছে সব সবুজ ফসল! কবে কোন্ কিশোরীর নীল স্বপ্নের সাম্পান ভিড়েছিলো এই ঘাটে খুব চুপিসারে এসে পেয়েছিলো কোনো এক রূপকুমারের দেখা সেইসব গল্প এখন অব্যক্ত ইতিহাস! এতোকাল পরে যদি ফিরে আসো তুমি সেই ফুটবে মৌসুমী ফুল দারুচিনি দ্বীপের ভিতর বসন্তের কোকিল ডাকবে আবার কু-উ-উ আরেকটি রূপকথা লেখা হবে রং-ক্যানভাসে! সেই তুমি আর আমি শুধু নিরালায় বেসে যাবো ভালো অবিরল চন্দ্রালোকে ভিজে ভিজে সরিয়ে দ্বিধার কালো। শেখ জলিল ২২.০২.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।