নিজে শিখি ও অপরকে জানাই মজার কাহিনী বা গল্প শুনতে কার না ভাল লাগে? হ্যাঁ ঠিক ধরেছেন প্রায় সবারই ভাল লাগে । তাই আমিও আজ আপনাদেরকে একটি গল্প শুনাব । তবে গল্পটা একটু ভিন্ন ধাচের নানা জায়গা কে নিয়া মজা করে লেখা । আর কথা না বাড়িয়ে শুরু করলাম দেখেন ভাল লাগে কিনা?
সিরাজগঞ্জের সিরাজ দিনাজপুরের দিনার সাথে অনেকদিন ধরেই প্রেম করে । দুজনে ঠিকমত পড়াশুনায় মন দিতে না পারায় সিরাজ মুন্সিগঞ্জের মুন্সি আর মৌলভীবাজারের মৌলভী সাহেবদয় কে নিয়া তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।
বলে রাখা ভাল সিরাজগঞ্জের সিরাজের বাপের গাইবান্ধার পাঁচটা গাই এবং ছাগলনাইয়ার পাঁচটা ছাগল ছিল কিন্তু দিনাজপুরের দিনার বাপের রাজবাড়ীর পাঁচটা বাড়ী আর সুনামগঞ্জের অনেক সুনাম ছাড়া আর কিছু ছিলনা । তাই সিরাজের বাপের আশা ছিল ফরিদপুরের ফরিদার সাথে সিরাজের বিবাহ দিবেন কিন্তু সে আশায় ছাই পড়ায় তিনি দুখে নেত্রকনায় গিয়া নেত্রের পানি ফেললেন । শেষে নোয়াখালি গিয়া ভাবলেন খালি খালি কান্না করে লাভ কি তাই ভোলায় গিয়া ব্যাপারটা ভুলতে চেষ্টা করলেন । পরে যাত্রাবাড়ি এসে যাত্রা বিরতি করে বিয়েটা মেনে নিলেন । এখন দিনাজপুরের দিনা এবং সিরাগঞ্জের সিরাজ ঢাকার শান্তিনগরে শান্তিতেই বসবাস করিতেছে ।
শিক্ষাঃ কিছু কিছু অবাঞ্ছিত, অনাকাংখিত ঘটনা মেনে নেয়াতেই শান্তি , বাড়াবাড়ি করলে আরও গন্ধ ছড়ায় বিপদ বাড়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।