গত কয়েকদিনের ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের মানুষ।
গত তিনদিন ধরে জেলায় সুর্যের মুখ তেমন দেখা যায়নি। এ অবস্থায় খেটে খাওয়া মানুষের পাশাপাশি বয়োবৃদ্ধ ও শিশুরা শীতে জড়সড় হয়ে পড়েছেন। বিশেষ করে চরাঞ্চলের কাজিপুর, সদরের একাংশ, বেলকুচি ও চৌহালীর চরাঞ্চলের কয়েক লক্ষাধিক মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না।
অপরদিকে, শীতের তীব্রতার সাথে ছড়িয়ে পড়ছে শীতজনিত রোগ। বয়োবৃদ্ধ ও শিশুরা শীতজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছে। অন্যদিকে গরম কাপড়ের দোকানগুলোতে মানুষের ভীড় ক্রমেই বাড়ছে। আর এ সুযোগ দোকানীরা দামও বেশী হাকাচ্ছেন। এছাড়াও সরকারীভাবে যে কম্বল বিতরণ করা হয়েছে তাও প্রয়োজনের তুলনায় কিছুই না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদ উদ্দিন জানান, শীতজনিত কারণে গত ৩দিন প্রায় শতাধিক রোগী নিউমোনিয়া ও ডায়ারিয়া রোগজনিত কারণে ভর্তি হয়েছে এবং আরও শতাধিক রোগীকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, নয়শত কম্বল পৌর এলাকাসহ দশটি ইউনিয়নে বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন জানান, কয়েক হাজার কম্বল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আরো পাবার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।