আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জের ঘটনায় খালেদাকে প্ররোচনাকারী করে মামলা



সিরাজগঞ্জের ঘটনায় বুধবার বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে প্ররোচনাকারী করে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় ৭ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এরা হচ্ছেন- বিএনপির স্থায়ী কামটির সদস্য মোশারফ হোসেন, হান্নান শাহ, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি আমানউল্লা আমান, খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা শিমুল বিশ্বাস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। এপিপি এডভোকেট গোলাম হায়দার বাদি হয়ে আজ বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-৭ তাং ১৩ অক্টোবর ২০১০ ইং। প্রসঙ্গত, গত সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশস্থলের পাশে ট্রেনে কাটা পড়ে ও গণপিটুনিতে ৬ জন নিহত হয়। এ ঘটনায় ট্রেনের উপর হামলা, যাত্রীদের মালামাল লুট, নির্যাতন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দ্রুতযান ট্রেনের ১১টি বগি আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এর আগে পৃথক আরো ৬টি মামলা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.