প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পতম সময়ে নতুন প্রযুক্তির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সকল উদ্ভাবন ও প্রয়োগে বাংলা ভাষা ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসস। প্রধানমন্ত্রী বলেন, এখন তথ্য প্রযুক্তির যুগ। অনেকেরই ধারণা ইংরেজি না জানলে প্রযুক্তি ব্যবহার করা যায় না। যেসব দেশ তথ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে এগিয়ে যাচ্ছে তারা সবাই মাতৃভাষা প্রয়োগ করছে।
প্রধানমন্ত্রী আজ বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে অমর একুশে-২০১২ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আজ থেকে মোবাইল ফোনে বাংলায় এসএমএস পাঠানো ও পড়ার সুযোগ চালু করেছি, এ মাস থেকে সকল ব্রান্ডের বেসিক মোবাইল হ্যান্ডসেটে পুর্ণাঙ্গ বাংলা কি-প্যাড সংযোজন বাধ্যতামূলক করেছি। আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আমরা বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছি। এখন গ্রামের জনগণও ই-সেবা নিতে পারছে।
বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে আমি জাতিসংঘের সাধারণ পরিষদে ইতিমধ্যে একটি প্রস্তাব উত্থাপন করেছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।