বহু প্রতীক্ষার পর কাজ শুরু করেছে ইউরোপের সর্ববৃহৎ যোগাযোগ উপগ্রহ 'আলফাস্যাট'।
এ বছরেই গত জুলাইয়ের শেষ দিকে যোগাযোগ উপগ্রহ ‘আলফাস্যাট” উৎক্ষেপণ করা হয়েছিল মহাশূন্যে। ৭ মিটার লম্বা এই উপগ্রহের বৈজ্ঞানিক নাম ‘A380 of space’।
জার্মান গবেষকদের অনেক দিনের প্রচেষ্টার পর এটি চালু করা সম্ভব হচ্ছে। লন্ডনের ইনমারসেট পিএলসি আলফাস্যাট উপগ্রহটির সত্ত্বাধিকারী।
উল্লেখ্য, বিবিসি, তেল শিল্পের সাথে জড়িত বিভিন্ন কারখানা, গভীর সমুদ্রে চলাচলকারী বিভিন্ন জাহাজ, সেনাবাহিনীসহ অনেক প্রতিষ্ঠানই উপগ্রহকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার জন্য ‘আলফাস্যাট’ এর উপর নির্ভর করে।
‘আলফাস্যাট’ মূলত পুরো ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের টেলিযোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।