এই পোস্টে যা লিখতে যাচ্ছি তা আমার জানার বাইরে তাই জানার জন্যই লিখছি। আমি কিছুতেই বুঝি না কেন আর্মিতে ঢুকতে গেলে পারফেক্ট হতে হয় বা আর্মির দের কাজই বা কি?আমার আর্মি সম্পর্কে ধারনা খুব কম কারন আমার বাবা চাচাদের মধ্যে কেউ আর্মি নাই। আচ্ছা আমি বুঝি না এত পারফেক্ট হওয়া কি আদৌ সম্ভব যতটা চায় আর্মিতে ঢুকতে গেলে। হাটু লেগে গেলে বাদ,চোখে চশমা থাকলে বাদ, দৌড়াতে না পারলে বাদ আরো কত বাদই তারা দেয়। আচ্ছা ধরে নিচ্ছি তাদের কাজ দেশে কোন অস্হির পরিস্হিতি সৃষ্টি হলে তা সামলানো বা যুদ্ধ শুরু হলে তা প্রতিরোধ করা।
আচ্ছা আপনার কি মনে হয় ১৯৭১ এ যখন যুদ্ধ হয়েছিল তখন দেশের সাধারন মানুষ এত পারফেক্ট ছিল?আচ্ছা আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে চাহিদার তুলনায় প্রার্থী বেশী তাই এই প্রক্রিয়া। তবুও বুঝলাম না ভাই এত পারফেক্টের কি দরকার?আমি গত বার আর্মির ফর্ম নিয়েছিলাম কিন্তু যায় নি ভাইভাতে জানি বাদ পড়ব সমস্যা থাকলেও না থাতলেও। আমার তিন চারজন বন্ধু ও গিয়েছিল ধাপে ধাপে তারাও বাদ পড়ছে। কতটা পারফেক্ট হতে হবে তাইলে। আর্মি সর্ম্পকে আমার বিন্দু মাত্র আগ্রহ নাই তবে এই একটা বিষয় আমি ভেবে পাই না একজন আর্মি হতে গেলে কেন আমায় এত পারফেক্ট হতে হবে।
একজন ইন্জিনিয়ার বা ডাক্তারের তো এত পারফেক্ট হতে হয় না তাদের চোখে চশমা থাকলে ও সমস্যা নাই হাটু লেগে গেলেও তারা কিন্তু ঠিকই রোগী দেখে প্রোগ্রামার হয় ইত্যাদি । অথচ একজন আর্মি পারসন একজন ডাক্তার আর একজন আর্মি কি সেম বা সমমর্যদা। ?আমি জানি একটা দেশে আর্মি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে উন্নত দেশ গুলোতে তাই হয়। তাই আমার খুব জানতে মনচায় কি এর রহস্য???? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।