আমি যেহেতু সিলেট থাকি, তাই ইচ্ছে করলেই বইমেলায় যেতে পারিনা। মেলায় যাওয়ার জন্য মন আনচান করে।
আমার পরিচিত অনেক ব্লগারদের বই বের হয়েছে। আমি কবিতা লিখি। তাই ব্লগারদের মধ্যে যারা কবিতা লিখেন তাদের সাথেই বেশি যোগাযোগ হয়।
এবারের বই মেলায়-
কবি নীল সাধু. নাসির আহমেদ কাবুল, কুহক ও আরো দুইজন মিলে একটি কবিতার বই করেছেন।
গতকাল রাতেও কবি রেজওয়ান তানিম ভাইয়ের সাথে কথা হয়েছে। উনার একটি বই বের হয়েছে।
কবি কবির য়াহমদ
কবি সজল শর্মা
কবি সরসিজ আলীম
উনাদেরও কবিতার বই বের হয়েছে।
উনাদের সঙ্গে পরিচয় ব্লগের মাধ্যমে।
অনেকের সাথে সরাসরি দেখা ও কথা হয়েছে। এর মধ্যে কবি সরসিজ আলীমের সাথে আমার পরিচয় হয়েছিল অন্যরকম ভাবে। আমি উনার কবিতার খুবই ভক্ত। সরসিজ আলীমের সাথে যখন কবিতা নিয়ে কথা বলি- তখন কবিতার প্রতি উনার টান- জানাশোনা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।
কবি নীল সাধু উনাকে ত্যাড়া কবি ডাকেন।
আসলেই উনি ত্যাড়া কবি। কবিতা ছাড়া কিচ্ছু বুঝেন না।
উনার কাব্যগ্রন্থ-
ঝমঝমানো" আমার মাথার মধ্যে ঝমঝম করছে;- কবে পড়বো!
ঘোড়দৌড়' নামটি আমার খুবই পছন্দ হয়েছে। আমার বিশ্বাস.. এর ভিতরের প্রতিটা কবিতাও ভাল লাগবে।
সবাই বলে কবিতার বই বিক্রি হয়না।
কবিতার বই প্রকাশক প্রকাশ করতে চান না।
আমি বলি কবিতার বই কেন বিক্রি হবেনা!
আমরা যারা তরুন বিকল্প মাধ্যমে লেখালিখি করি, আমরা যারা কবিতার পাঠক- আমরা কি কবিতার বই কিনতে পারিনা?
আমরা যদি কিনি তাহলে অবশ্যই কবিতার বই বিক্রি হবে। প্রকাশক প্রকাশ করবেন।
আমরা তরুনরাই হবো কবিতার পৃষ্ঠপোষক!
আমাদের মাথার মধ্যে ঝমঝম করবে কবিতা। আমরা ঘোড়দৌড়ে কবিতার ঘোড়ায়-ই বাজি ধরবো।
আমাদের প্রকাশকরা কবিতার বই ছাপতে বাধ্য হবেন- কারণ তার ব্যবসায়ী। তারা ব্যবসা করবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।