সরসিজ আলীম_এর কবিতা
ঝমঝমানোÑ ০৩
হাউজ টিউটরের সম্পক্কো
বালক ছাত্রের মায়ের লগে।
লোডশেডিংয়ের হা দিয়ে
লাফিয়ে পড়ে কালো বিলাই।
কালো ডানার ভুতেরা নৃত্য করে
মাথার উপর ছাদ ছুঁয়ে ছুঁয়ে।
শিক্ষার্থীকে তখন ধার ক’রে
মোম-শলাকা কিনতে পাঠায়
মোড়ের উপর দোকানটাতে।
সুবোধ বালককে বাগে পেয়ে
আঁধার চিরে বের হয় রঙচঙা
মেয়ে, আবডালে নিয়ে হাত
ধরে টান দেয় টেনে লয় বুকে।
ঠোঁটে চুমু দেয় বুকে চুমু দেয়,
তলপেট ধরে খিচা দেয় টান।
কালো আন্ধারে নৃত্য করে
কালো কালো ভুতের ডানা।
আলোর ভেতর নেমে গেছে
ঘামের শরীর, ঘামতে ঘামতে
ঘরে ফেরে শিক্ষার্থী বালক।
‘ এত দেরি করে? স্যার তো
চলে গেলেন! ’
মায়ের ঘরে ঝমঝমাচ্ছে তরঙ্গ।
৩১.০৩.২০১০, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।