সরসিজ আলীম- এর কবিতা
ঝমঝমানোÑ ০২
পরাগ ও লিলিথকে
মনভালো, দু’চোখ তোমার সারারাত উড়তে লাগলো
তারার ঝাঁকে, আর প্রত্যূষ আলোর প্রতীক্ষার পর
বয়ফ্রেন্ডের হাত ধরে সারাশহর উড়তে বের হলে,
দেখে ফেললো কেবল বস্ত্রবালিকাদের ঝাঁক
তোমাদের চুমু খাওয়া প্রকাশ্য সড়কের উপর।
চুমু খাওয়াগুলো পেয়ে গেলো অফিসগামী মেয়েটার
নীলটিপের দেখা, নীলটিপটি পেয়ে গেলো
দূর থেকে মন পাগল করা প্রেমিক ছেলেটার
প্রথম সাক্ষাত।
সাক্ষাতটা ছাদের রৌদ্রে গড়াতে লাগলো,
গড়ানোগুলো কয়েকটি বায়সী ঠুকরে ঠুকরে কুড়িয়ে
উড়িয়ে দিলো মেঘের ভেতর।
মনভালো, মেঘের ভেতর দিয়ে নেমে এলো
ঝমঝমানো, আর অফিসের জানালা দিয়ে হাত
বাড়িয়ে
বৃষ্টি আর ছেলেটির আলোড়নে ভিজতে লাগলো
অফিসের মেয়েটি।
আর আঁজলা ভরা বৃষ্টি ছুঁড়ে দিতে লাগলো
উড়িয়ে দিতে লাগলো দূর থেকে
ছেলেটির চোখেমুখে, বুকে আর ভালোলাগা
ভাসানোতে।
ভালোলাগা ভাসানো ঝমঝমিয়ে নেমে এলো
সারারাতের ঘুমহীন চোখে, আর গড়িয়ে গেলো
ঘুমের ভেতর।
২৯.০৩.২০১০, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।