আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাস জীবন: সিডনী : ১৯ শে ফেব্রুয়ারী অ্যাশফিল্ড বই মেলা

!!!!!! আজকে দিনটা ভালোই কাটলো। সকালে গেলাম অ্যাশফিল্ডে সিডনী অধিবাসী বাংলাদেশীদের আয়োজনে ২১শে বই মেলায়। দুপুর ১টা পর্যন্ত থাকলাম। অল্পকিছু বইয়ের স্টল, কিছু খাবারের দোকান আর সীমিত পরিসরে কালচারাল প্রোগ্রাম। সবচেয়ে গুরুত্তপুর্ন বি্ষয় সিডনীর মাতো প্রথম বিশ্বের আধুনিক শহরে অ্যাশফিল্ড পার্কে শহীদ মিনারের অবস্তান।

সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছহে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। ২১ তারিখ কর্মদিবস হওয়ার কারনে ২ দিন আগে ১৯ শে ফেব্রুয়ারী মেলার আয়োজন করা হয়েছে। ছোট পরিসরে হোলেও বাংলাদেশের বাইরে ..বিশেষ করে প্রথম বিশ্বের একটি শহরে এ ধরনের আয়জন বিশেষ গুরুত্ব বহন করে। আয়জকদের ধন্যবাদ। আজকে ছুটির দিন থাকায় বেশ কিছু ব্যক্তিগত কাজ ছিল।

সেগুলো শেষ করে বিকেলে গেলাম ওয়ালি পার্ক এলাকার পাশে একটা পার্কে হাটতে। অনেকেই আসে হাটতে। বেশিরভাগই হয় ডায়বেটিকস রোগী অথবা ফাস্ট ফুডের কল্যানে অতিরিক্ত মোটা। আমি ও আমার স্ত্রী..হবূ রোগী.হালকা পাতলা শরীর নিয়ে কিছুক্ষন হাটাহাটি, দাপাদাপি করে বাসায় আসলাম। কালকে থেকে আবার কাজ।

প্রস্তুতি নিতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।