.....জীবনের প্রতিটি ক্ষনে ভাল থেকো বন্ধু নিওনা কিছু পেয়েও মনে..... স্বপ্নের প্রবাস
........বিডিবয়
যখন ছিলাম ছোট,
স্বপ্নগুলো ছিল বড় বড়।
এখন আমি বড়,
স্বপ্ন বাস্তবায়নে জানি কত কষ্ট।
আগে স্বপ্নের ছিল অনেক বাহার,
এখন মনে হয় স্বপ্নের মাজে আছে কাঁটাতার।
দেশ থেকে প্রবাস ছিল মিশ্র জল রং,
প্রবাসে এসে এখন মনে হয় সব কালো রং।
অতীত ছিল খেলাধুলা, আড্ডায় মেতে,
বর্তমান কাটে ব্যস্ততা, কাজের মাজে।
সেই সুখ ফিরে আসবে কিনা কে জানে,
ভবিষ্যৎ মহান রাববুল আলা-মিন জানেন।
প্রবাস মানে জীবনের সাথে যুদ্ধ,
জীবন মানেই যুদ্ধক্ষেএ।
শুরু থেকে লড়তে হবে মৃত্যু পর্যন্ত।
প্রতিটাদিন পার করা মনে হয় অসম্ভব,
জীবন যুদ্ধের মাঠ কি হবে উর্বর ?
মনে পড়ে মজার সৃতি গুলো,
আসবে কি ফিরে আবার সে গুলো ?
পাবো কি ফিরে সেই শৈশব,
যেথায় ছিল প্রণের তির্যক।
আছে অনেক আত্মীয়-সজন, আপনজন,
আসার পর হারিয়েছি অনেকজন।
গিয়ে পাবোতো সবার দেখা,
যখন ভাবি নিজেকে লাগে বড় একা।
যখন মনে পড়ে সবার কথা,
পারিনা দিতে নিজেকে সান্ত্বনা।
সব ভুলে যেতে চারপাশে তাকাই,
কেন জানি চোখে জাপসা দেখায়।
জানি চোখের কোনে এসেছে জল,
মন বলে উঠে কিছুদিন অপেক্ষা কর।
দিন যায়, মাস যায়, তার সাথে বছর,
এভাবে কতদিন গুনতে হবে অপেক্ষার প্রহর।
কানামাছি খেলার মত করতে হবে বাস,
একে জীবন না বলে, বল প্রবাস। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।