আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাস ঈদ

লাইটহাউজের আলোর সন্ধানে ছুটে চলা মাঝি

আর ২/১ দিন পরই পবিত্র ঈদ উল ফিতর। সারাদেশে উৎসব উৎসব ভাব। সেমাই, হালুয়া আরো হাজারো খাবারের আয়োজন হবে। ধনী গরীব সবাই ১ সাথে ১টা দিন সব দুঃখ ভুলে আনন্দে মেতে উঠবে। সবাইকে ঈদ মুবারক।

১টা পোস্ট দেখে নিজের প্রবাস ঈদ নিয়ে লিখতে ইচ্ছে হলো। প্রায় ৩ বছরের উপর হলো দেশ থেকে অনেক দূরে থাকি। শেষ বার রোজার ঈদ ২০০৬ এ দেশে ছিলাম। এর পর প্রায় ৪টা রোজার ঈদ চলে যাচ্ছে এবার। পড়াশুনার জন্য প্রায় ৯ হাজার কিলোমিটার দূরে বসে বসে ঈদ করি।

মা, বাবা, ভাই, বন্ধু সবাইকে খুব মিস করি। ছোটবেলায় কতো মজা করতাম। বাবার দেয়া ঈদী, মায়ের হাতের সেমাই, বন্ধুদের আড্ডা নিয়ে কতো স্মৃতি। চিন্তা করলেই... আগে কি জীবন ছিলো! এখন ঈদে মায়ের হাতের সেমাই পাই না, বাবার সাথে নামাজে যেতে পারি না, বন্ধুদের সাথে দেখা হয় না। ১টাই ভরসা.. ফোন।

ফোনে কথা বলে ঈদের গল্প শুনি। আর মনকে সান্তনা দিতে থাকি আর ভাবি আমরা না হয় ঈদ না-ই করলাম সবাই করুক আমি শুনি। আমার মতো হাজার প্রবাসী বাংলাদেশীর দেশ থেকে হাজার মাইল দূরে বসে ভাবে... ঈদ! দেশে না থাকলে বুঝা যায় দেশ কি! হোক দুর্নীতি, হোক লোডশেডিং, হোক শত সমস্যা... এর পরও আমার দেশ সব চাইতে শান্তির দেশ। সমস্যা থাকবে সমাধান আমাদেরই করতে হবে। কিন্তু নিজের দেশের শান্তি আর মায়া পৃথিবীর কোথাও হবে না.. কোটি টাকা দিলেও না।

সবাই অনেক আনন্দে পরিবার পরিজন নিয়ে ঈদ করুন। প্রবাসী সব বাংলাদেশীদের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক! আনন্দে কাটুক প্রতিটা দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।