আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাস জিবন


দেশের মানুষ আশা নিয়ে দেয় যে বিদেশ পাড়ি সেই বিদেশে এ চলচে এখন কত আহা জারি। । টাকার জন্য আসে সবাই.. ছেড়ে নিজের দেশ আসার পরে দেখা গেল সব কিছু ই শেষ। । টাকার জন্য করছে সবাই পশুর মত কাজ.. কেউবা ভাবে কোথায় যাব!! কাজ পাবো কি আজ??????? কেউ করে কাজ দালান তৈরীর কেউ বা করে রাস্তায়.. কেউ বা আবার দয়ে পরে করছে যে কাজ সস্তায়।

। কেউ বা বেশ ভালো ই আছে.. কাজ ও করে ভালো. তাদের পিছু ছুটছি শুধু কাজ দিবে কি বলো। । কত দেশের কত মানুষ আসছে কাজের জন্য কাজটা এখন সোনার হরিণ.. পেলে জীবন ধন্য। ।

এরই নাম বিদেশ রে ভাই করছি কত কষ্ট দেশের সবই শেষ করেছি দু-দিক হল নষ্ট। । তারপর ও ভাই ঘুরে ফিরে দেখছি অনেক কিছু.. সকাল থেকে ঘুরি শুধু একটি কাজের পিছু। ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।