আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক এশিয়ার উচ্চ শিক্ষা বৃত্তি।

ক্ষুদ্র ব্যবসায়ি যে এলাকার শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে:মালখান নগর,সিরাজদিখান ওবালিগাঁও(মুন্সিগঞ্জ),রুহিতপুর,আশুলিয়াও সাভার(ঢাকা),টঙ্গী ও কোনাবাড়ী(গাজিপুর),চাটখিল(নোয়াখালি),রামগঞ্জ(লক্ষ্মীপুর),তাড়াইল ও ভৈরব(কিশোরগঞ্জ),লোহাগড়া,ভাটিয়ারী ও পথেরহাট(চট্টগ্রাম),বিয়ানীবাজার(সিলেট),ইশ্বরদী(পাবনা),জগন্নাথপুর(সুনামগঞ্জ)ও মাধবদী(নরশিংদী)অঞ্চলের শিক্ষার্থীরা। যোগ্যতা; যারা ২০১১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্টানে এমবিবিএস,ইঞ্জিনিয়ারিং,কৃষি,ব্যবসায় ,প্রশাসন,অর্তনীতি,পদার্থবিদ্যা,রসায়ন,গণিত,কম্পিউটার সায়েন্স,জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এধরনের মুল বিষয়ে ভর্তি হয়েছে ,তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে।যে সকল শিক্ষার্থী ২০১০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করচে অথচ চলতি বচর(২০১২) উল্লেখিত বিষয়ে ভর্তি হয়েছে তারাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন পত্র;উল্লেখিত এলাকার শিক্ষার্থীরা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। জমাদানের তারিখ:৫এপ্রিল ২০১২ এর মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক বরাবর আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্চে। বৃত্তির পরিমান:প্রতি মাসে২০০০(দুই হাজার)টাকা বৃত্তি এবং টিউশন ফি বাবদ প্রতিবচর এক কালীন ১০,০০০(দশহাজার)টাকা, মেয়াদ:৪-৫ বচর। ঠিকানা:ব্যাংকা এশিয়া, কর্পোরেট অফিস, র‌্যাংগস টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোন:৭১১০০৬২, ৭১১০১৪৭, ৭১১০১৭৩, ৭১১০১৭৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.