একই সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানও অর্জন করেছেন ‘দ্যা এশিয়ান ব্যাংকার লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত দ্যা এশিয়ান ব্যাংকার সামিট-২০১৩ পুরস্কার দু’টি দেয়া হয়।
পুরস্কারের বিষয় সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ব্র্যাক ব্যাংকের ৮,০০০ কর্মীর জন্য এ পুরস্কার এক বড় সম্মান। এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের ব্যাংকিং সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
সিঙ্গাপুর ভিত্তিক দ্যা এশিয়ান ব্যাংকার আর্থিক খাতে গবেষণা ও তথ্যের ক্ষেত্রে এশিয়ার অন্যতম শীর্ষ পরামর্শক প্রতিষ্ঠান। প্রতি তিন বছর পর পর তারা এ ধরনের পুরস্কার ঘোষণা করে থাকে।
বিশ্বের আর্থিক খাতের চলমান পরিবর্তন ও সাম্প্রতিক ধারা নিয়ে এশিয়ার সবচেয়ে বড় সম্মেলন হলো এশিয়ান ব্যাংকার সামিট। সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২০টি দেশের সহস্রাধিক ব্যাংকার অংশ নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।