সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন
রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন করা স্বতন্ত্র বেতন কাঠামো কোন অমোঘ কারনে আটকে গেল?
আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ই নভেম্বর রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর জন্য স্বতন্ত্র বেতন কাঠামো অনুমোদন করেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শুধূ গেজেট প্রকাশ হওয়া ছাড়া আর কিছু অবশিস্ট থাকে না। এবং এরপর অরথমন্ত্রীও বল্লেন যে দু'একদিনের মাঝেই প্রজ্ঞাপন জারি হবে, কিন্তু এর পর প্রায় এক মাস চলে গেলেও প্রজ্ঞাপন জারি তো হইনি বরং নানা অজুহাত দেখিয়ে এটিকে বন্ধ রাখা হয়েছে।
যেসব কারণে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বতন্ত্র বেতন কাঠামো চালু করা প্রয়োজন। এ বিষয়ে আমার আগের একটি লেখা এখানে ক্লিক করুন>>>>>
আমরা যারা সরকারি ব্যাংক এ চাকরি করি তাদের জন্য এই বেতন কাঠামো যে কতটুকু প্রয়োজন তা একমাত্র চাকুরেদের পরিবার ই জানে। তাই আজ আমাদের একটাই দাবি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালু কর-করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।