all in one
মারাত্মক একটা খবর দিয়েছে ইংরেজী দৈনিক দ্যা নিউ এইজ। ওবামা প্রশাসন হলুদ কার্ড দেখাচ্ছে শেখ হাসিনা সরকারকে। অপরাধ;- হ্যারাসমেন্ট। না সেক্সুয়াল নয়,
বরং ইউনুস হ্যাসারমেন্ট। ড. ইউনুসস্টেট ডিপার্টমেন্ট বলছে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদের প্রতি সরকারী বৈরিতা বন্ধ না হলে বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ বন্ধ রাখবে মার্কিন সরকার।
এপ্রিল মাসের প্রথম দিকে মার্কিন পররাষ্ট্র সেক্রেটারী হিলারী ক্লিনটনের বাংলাদেশ সফরেও ইউনুস শর্ত জুড়ে দিয়েছে ওবামা প্রশাসন। বিশ্ব ইসলামী ফোরাম সম্মেলনে যোগদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ওয়াশিংটন সফরের কথা একই মাসে। এখানেও শর্ত, ডক্টর ইউনূসের কাছে গ্রহনযোগ্য কোন সমাধানে না আসা পর্যন্ত শেখ হাসিনার জন্যে হোয়াইট হাউজের দরজা বন্ধ। মার্কিন চাপ সামাল দিতে অভিজ্ঞ মন্ত্রী মাল মুহিতকে দিল্লী পাঠিয়েছিলেন শেখ হাসিনা। একই সময় দিল্লিতে অবস্থান করছিলেন ডক্টর ইউনুস ও গ্রামীন ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব রেহমান সোবহান।
আলোচ নায় অংশগ্রহণকারী একজনের মতে ডক্টর ইউনুস যা বলার তা বলে দিয়েছেন এবং বল এখন মন্ত্রীর কোর্টে। মার্কিন সরকার সহ পশ্চিমা বিশ্বের আশংঙ্কা শেখ হাসিনা রাজনৈতিক কারণে ডক্টর ইউনুসকে গ্রামীন ব্যাংক হতে তাড়াতে চাচ্ছেন। সূত্র বলছে, ডক্টর ইউনুসের উপর রাজনৈতিক হ্যারাসমেন্ট বন্ধ না হলে তৈরী পোশাক রপ্তানির উপর কর মওকুফে বাংলাদেশি আবেদনেও ঠান্ডা পা দেখাবে মার্কিন সরকার।
বাকি টুকু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।