চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি এটা মেনে নেওয়া উচিৎ নাস্তিক বা নিরীশ্বরবাদী যারা, তাঁদের ধর্মপ্রাণ মহিলা ও পুরুষদের এবং ধর্মবেত্তাদের আঘাত করে, অসম্মান করে কোনও কথা বলা উচিৎ নয়। কিন্তু এটাও দেখা দরকার নাস্তিকদের, নিরীশ্বরবাদীদের নিজস্ব চেতনা আঘাত পায়, মতাদর্শ আঘাত পায়, এমন কিছু বলার পরিধিও থাকা উচিৎ নয়। সমস্যা এড়ানো যায় এরকম একটা পথে চললে, যে ধর্ম মানা বা না মানা, বিশ্বাস বা অবিশ্বাস ব্যক্তিগত বিষয়, রাষ্ট্রকে এই বিশ্বাস, অবিশ্বাসের উর্ধ্বে থাকতে হবে। বাংলাদেশে একটা কথা চলছে ধর্মর বিরুদ্ধে মত প্রকাশ করলে শাস্তিদানের। এটা মুক্তচিন্তার পরিসরের বিরুদ্ধে কথা বললেও শাস্তির দাবির সঙ্গে যুক্ত করে দেখা দরকার তাহলে। রাষ্ট্র শাস্তি দিলে একটা সমতার পরিধিতে আইন করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।