শঙ্খপাপ আমার
একটু আগে বড় রাস্তার গা ঘেঁষে দাঁড়ানো বাড়িটার
ছাদে খুন হল এক, মাইরি বলছি, নিজচক্ষে দেখা।
গুচ্ছ গুচ্ছ পাপ।
দারোয়ান, কতোয়াল গ্রেফতার কর আমাকে,
শঙ্খলিত করা হোক এ বাঁধনের হাতদ্বয়।
নতুবা আরো অনেক অঘটনের আশংকা আছে,
বেণীপরা কিশোরীদের ভয়ালু কদমে হাঁটতে হবে
সবজিওয়ালা জলিলদাকে টাকা লুকোতে হবে লুঙ্গির ভাঁজে ।
এই খুনের চিহ্ন নেই অপত্য ভালোবাসার মতন-
রক্ত ঝরেনি একবিন্দু; তবুও বইয়ের পাতার
শিশুতোষ প্রবাদ-প্রবচনে আমি অপরাধী।
খাকী পোষাকের লোকগুলোর কাছে আমার প্রশ্ন,
আপন আত্মা বেঁচে দেয়ার/হনন করার অপরাধে
বাংলাদেশ সংবিধানে/আইনে শাস্তির ব্যবস্থা আছে কি?
২৭/০৯/২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।