নীল পরী পড়শী আমার পাশেতে এক থাকে পড়শী, স্বভাবটা য়েন তার বাঁকা বড়শী। কারো কোন উপকার কভু করে নাই, তার কতা কেজে কই দুত তারি ছাই। যেদিকেই যাই দেখি শুধু তার দোষ, কোন কথা বললেই করে ফোস ফোস। কেউ যদি তাকে বলে কি খবর ভাই? মুখ টাকে বাঁকিয়ে দাঁত গুলো খিচিয়ে বলবে কিরে ব্যটা কোন কাজ নাই। কেউ যদি বলে ভাই কোথা তুমি যাও, কথা শুনে মনে হবে যেন কাউ কাউ। সুদখোর মহাজন নামে তারে ডাকে, দোষে দোষে ভরা তার প্রতি বাঁকে বাঁকে। হাসে নাকো কভু সে ডাকু গাব্বার সিং, নিজেকে ভাবে যেন সিং ইস কিং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।