এবার পড়শীর গানে মডেল হলেন নিলয়। সম্প্রতি পড়শী তার তৃতীয় একক 'পড়শী-থ্রি'র 'হৃদয় আমার' শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি করেন। আর সেই গানটিতেই দেখা যাবে এই মডেল-অভিনেতাকে। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। কথা লেখার পাশাপাশি ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল আরমান।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। এ প্রসঙ্গে পড়শী বলেন, 'নিলয় ভাইয়ার কাজ আমার এমনিতেই ভালো লাগে। এবার আমার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সব মিলিয়ে অনেক ভালো লাগছে। খুব আন্তরিকতার সঙ্গে তিনি কাজটি করেছেন।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।