নেদারল্যান্ড ফেলোশীপ জিতলে পড়ালেখা/থাকা-খাওয়া/ভ্রমন খরচ সহ মাসিক ভাতাও পাওয়া যায় ।
তো এখন চলছে মাস্টার্স/সর্টকোর্স ফেলোশীপ আবেদনের সময়।
পুরো লেখাটি একবার পড়ুন তারপর লিংকগুলোতে যেতে পারেন ।
ডাচ ফেলোশীপ আবেদনের জন্য অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হয় ।
নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় দেশটির বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং সেন্টারগুলোতে পড়াশোনা করার জন্য কিভাবে নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করতে হয় এই নিয়ে আগে একটা পোষ্ট দেয়েছিলাম।
আবেদনের নিয়ম : প্রথমত যেসব বিশ্ববিদ্যালয় বা ট্রেনিং সেন্টার সরকারী বৃত্তির আওতায়, সেইসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে হয়। এডমিশন গ্রহণযোগ্য হলে তারা ' প্রাইমারী একচেপটেন্স লেটার ' পাঠায় । ওটা হাতে এলে দরকারী কাগজপত্র নিয়ে ঢাকার গুলশানে অবস্থিত ডাচ এমবেসিতে ফেলোশীপের (বৃত্তি) জন্য আবেদন পত্র জমা দিতে হবে। এছাড়া অনলাইনেও ডাচ ফেলোশীপ কতৃপক্ষের বরাবরে আবেদন পাঠানো যায়।
দীর্ঘ কোর্স তালিকায় আপনার কাজ/অভিজ্ঞতার সাথে সম্পর্ক আছে এমন একটি কোর্স পাবেনই।
যেমন ফিল্ড হলো : Agriculture, Forestry, Fishery, Architecture, Town planning, Business administration, Management, Education, Teacher Training, Engineering, Environmental Science, Fine/Applied arts, General Programmes - জেনারেল প্রোগ্রাম বলতে নানান ধরনের কোর্স। কোর্স তালিকা ডাউনলোড করে আপনার পছন্দের কোর্স আছে কিনা দেখে নিন । ওই প্রতিষ্ঠানের ওবেবসাইটে গিয়ে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করুন ।
মাস্টার্স/সর্ট কোসের তালিকা, গাইড সহ :
Click This Link
ফেলোশীপ আবেদনের সময়সীমা :
মাস্টার্স/ শর্টকোস : ৮ ফেব্রোয়ারী ২০১২ থেকে ১ মে ২০১২
এখন যেহেতু আড়াই মাসের মতো সময় হাতে আছে এর মধ্যে নিশ্চয় ভর্তির আবেদন করলে পরে ' প্রাইমারী একচেপটেন্স লেটার ' নিয়ে আসতে পারেন । আর ওটা হাতে এলেই ফেলোশীপের জন্য আবেদন করা যায়।
নেদারল্যান্ড ফেলোশীপ ওয়েবসাইট
Click This Link
ঢাকায় ডাচ দুতাবাসের ওয়েবসাইট
http://www.netherlandsembassydhaka.org
গত বছর আগষ্টে লিখেছিলাম নেদারল্যান্ড ফেলোশীপের জন্য কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হয় এইসব। তো লেখাটি সংযুক্ত করলাম । ওই পেইজের কিছু কিছু লিংক ইনভেলিড হয়ে যেতে পারে।
নেদারল্যান্ড ফেলোশীপের জন্য আবেদন করবেন কিভাবে
আপনাদের সাথে যুক্ত থাকতে চাই - আমার ফেসবুক আর টুইটার ।
http://www.facebook.com/meah.usa
https://twitter.com/#!/meahmostafiz
বিদেশে বৃত্তি/পড়াশোনা বিষয়ক আমার ব্লগ শেয়ার করবেন প্লিজ ।
কেউ এর থেকে উপকৃত হলে আমি খুব আনন্দিত হই । ফেসবুকে সামুর লিংক এটাচ করে শেয়ার করা যায়না মাঝে মাঝে, সেক্ষেত্রে শুধু লিংক শেয়ারকরবেন এটাচ করবেন না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।