আমাদের কথা খুঁজে নিন

   

দুর্দান্ত জয়ে মূল পর্বে নেদারল্যান্ড**

অবিশ্বাস্য এক ম্যাচ জিতে সুপার টেন নিশ্চিত করল ডাচরা। কথা ছিল ১৪.২ ওভারে ১৯০ রানের চূড়ায় পেঁৗছাতে পারলে প্রথম রাউন্ডের বাধা পারি দেবে নেদারল্যান্ড। চূড়াটা মাত্র ১৩.৫ ওভারেই টপকে গেল ডাচরা! আইরিশদের করা ১৮৯ রানের জবাবে মাত্র ১৩.৫ ওভারে ১৯৩ রান করে নেদারল্যান্ড।

গতকাল টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে বি গ্রুপে জিম্বাবুয়ে ৫ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর আয়ারল্যান্ডের সামনে সুপার টেনে যাওয়ার জন্য সমীকরণ দাঁড়ায় নেদারল্যান্ডের বিপক্ষে জয়। আর ডাচদের সামনে সমীকরণ দাঁড়ায়, আইরিশদের হারানোর সঙ্গে সঙ্গে নেট রান রেটের বাধাও অতিক্রম করতে হবে।

এভারেস্টের চূড়ায় পেঁৗছে গেল ডাচরা নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই! অবিশ্বাস্য লক্ষ্যে পেঁৗছার জন্য মাত্র ৩১ বলে ১৬২ রান করেছে নেদারল্যান্ড! ১৯টি ছক্কা ও ১২টি চার মেরেছেন ডাচ ব্যাটসম্যানরা। দৌড়ে তারা রান করেছেন মাত্র ৩১! ডাচ ঝড়ের প্রধান তারকা ছিলেন মিবার্গ। তিনি মাত্র ২৩ বলে ৭টি ছক্কা ও ৪টি চারে ৬৩ রান করেছেন। ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন তিনিই। এ ছাড়াও কুপার মাত্র ১৫ বলে ৪৫ এবং ব্যারেসি ২২ বলে ৪০ রান করে দলের জয় নিশ্চিত করেন নির্ধারিত ওভারের মধ্যেই।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৮৯ রান করে আইরিশরা। টি-২০ ফরমেটের জন্য উপযুক্ত রানই ছিল। পয়েন্টার ৫৭, পোর্টারফিল্ড ৪৭ ও কেভিন ও'ব্রেইন ৪২ রান করে দলকে বিশাল সংগ্রহ এনে দেন। তবে কে জানত এ বিশাল সংগ্রহও জয় এনে দিতে পারবে না আইরিশদের!

নেদারল্যান্ড সুপার টেনে এক নম্বর গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে। ২৪ মার্চ সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে ডাচরা।

অবিশ্বাস্য এক জয়ের মধ্য দিয়ে সুপার টেনে উঠেছে নেদারল্যান্ড। সুপার টেনেও কি এমন অবিশ্বাস্য কিছু করে দেখাবে ডাচরা!

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.