মৃত্যুর সু-শীতল ছায়াতলেই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। । । আমি খুবই সাধারন একজন।
জিনস প্যান্টে ল্যাপটপ যুক্ত করে সফল হয়েছেন নেদারল্যান্ডের দুই কম্পিউটার বিশেষজ্ঞ এরিক ডি নিজস এবং টিম স্মিট।
খবর টেলিগ্রাফ এর।
উদ্ভাবকরা জানিয়েছেন, সাধারণ প্যান্টের মতোই এই প্যান্ট পরা যাবে। ল্যাপটপ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে ব্লু-টুথ কি-বোর্ড, তারহীন মাউস এবং স্পিকার। ফলে চলতে চলতে হাতের সাহায্যে প্যান্টের ভেতর সেট করা ল্যাপটপ চালনো যাবে।
এই ল্যাপটপ যুক্তরাজ্যের বাজারে এলে সম্ভাব্য দাম হবে আড়াইশ পাউন্ড।
এই কম্পিউটারের পোর্ট রক্ষণাবেক্ষণ করা হয় তারহীন ইউএসবি ডিভাইসের মাধ্যমে। ব্যবহারকারির সর্বোচ্চ সুবিধা বিবেচনা করে প্যান্টের ডিজাইন করা হয়েছে। বিউটি অ্যান্ড দি গিক রিয়ালিটি শোতে ল্যাপটপসহ এই প্যান্ট প্রথম দেখানো হয়। তবে বাজারে আসতে এর এখনো দেরি আছে।
উৎসঃ এখানে দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।