বেশ কিছুদিন ধরে জিনস বা অন্য কোনো প্যান্টের চেয়ে লেগিংসেই যেন মেয়েরা বেশি স্বচ্ছন্দ হয়ে উঠেছেন। লেগিংসের কাপড়টা আরামদায়ক। স্কিনি ফিটিং বেশ ভালো লাগে। তবে জিনসকেও ভুলে যেতে হবে না। জিনস আর লেগিংসের সমন্বয়ে পাবেন জেগিংস।
জেগিংস পরাটা নতুন কোনো ট্রেন্ড নয়। অনেক দিন ধরেই বাজারে পাওয়া যাচ্ছে তা। সঙ্গে আছে নানা রঙের লেগিংসও। তবে এই শীতে লম্বা কামিজ বা কুর্তার চেয়ে পুরোপুরি পাশ্চাত্য ঢঙের টপ দিয়ে পরতে পারেন এসব। যাঁরা জিনস পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিন্তু লেগিংসের মতো ফ্যাশনেবল পোশাক পরতে চান তাঁদের জন্য জেগিংস।
জিনসের প্যান্টের মতো সঠিকভাবে ফিট হলো কি না তা নিয়ে তেমন চিন্তা নেই জেগিংস পরলে। ফিটিং নিয়ে সমস্যার কারণে যাঁরা এত দিন স্কিনি জিনস পরতে পারতেন না, তাঁরা নিশ্চিন্তে পরতে পারেন জেগিংস। প্রাইড লিমিটেডের বিপণন যোগাযোগ বিভাগের ব্যবস্থাপক সুম্বাল মোমেন বলেন, ‘বর্ণিল জেগিংস কম বয়সের মেয়েদের জন্য উপযুক্ত। এগুলো সাধারণত সুতি ও স্ট্রেচ হয় এমন কাপড়ের হয়ে থাকে। ফলে আরামদায়ক হয়।
জেগিংসের মূল রং ডেনিমের মতো হয়। পরে ডাই করে রঙিন করে তোলা যায়। এর সঙ্গে টপ পরলেই ভালো। লম্বা কামিজ কিংবা বেশি ঝুলের ফতুয়া এই জেগিংসের সঙ্গে মানানসই নয়। ’
বাহারি জেগিংসের সঙ্গে ফ্যাশনেবল টপস মানানসই।
তবে যাঁদের শরীরের নিচের দিকের গঠন একটু ভারী ধরনের তাঁদের এ ধরনের পোশাক একটু এড়িয়ে যাওয়া ভালো।
ডেনিম রঙের জেগিংসের পাশাপাশি নানা উজ্জ্বল রঙের লেগিংসও পরতে পারেন এই শীতে। মোট কথা, কালো বা মেরুনের বাইরেও অন্য অনেক রঙে হতে পারে লেগিংস। এসবের সঙ্গে টপ কনট্রাস্ট করে পরা যেতে পারে। যেমন লাল রঙের লেগিংসের সঙ্গে সাদা বা কালো পরলে সহজে মানিয়ে যাবে।
হলুদ বা সবুজের সঙ্গে একটু হালকা সবুজাভ, হলুদাভ বা নীল আবার নীলের সঙ্গে কালো রঙের টপস পরা যেতে পারে। হাল ফ্যাশনের এই পোশাকের সঙ্গে মিলিয়ে টপস বা শার্টের কাটেও বৈচিত্র্য আনতে পারেন। কাফতান কাট, শার্টের কাট কিংবা টপসের হেমেও নকশা করতে পারেন। আর এখন শীতকাল, ফলে টপসের ওপর একটা জ্যাকেট পরে বর্ণিল প্যান্ট বা জেগিংস পরলে আকর্ষণীয় হয়ে উঠবেন।
নিয়ন, গাঢ় বেগুনি, গাঢ় বাসন্তী, কমলা, খয়েরি, ম্যাজেন্টা, গাঢ় গোলাপির মতো রং যেমন চলছে তেমনি পিচ, প্যাস্টেল, সাদার মতো হালকা রংও কেউ কেউ বেছে নিচ্ছেন।
একস্ট্যাসির চেয়ারম্যান আশা হক বলেন, ‘সব জায়গায় বিশেষ করে কর্মক্ষেত্রে বাহারি রঙের প্যান্ট না পরাই ভালো। যদি কেউ পরতে চান, তাহলে টপস যেন হালকা রঙের হয়। এ ছাড়া জেগিংসের মূল রং মানে ডেনিম রঙা জেগিংসও বেছে নিতে পারেন। ’
এ ধরনের পোশাকের সঙ্গে জাঙ্ক ধরনের গয়না বেশি মানানসই। জেগিংস ও রঙিন লেগিংসের সঙ্গে বুট, উঁচু হিল যেমন স্টিলেটো, ওয়েজেস এই পোশাককে আরও বৈচিত্র্যময় করে তোলে।
যাঁরা উঁচু হিল পরতে চান না কিংবা এই শীতে পা ঢেকে রাখতে চান, তাঁদের জন্য তো ব্যালেরিনা জুতা আছেই। এই পোশাকের সঙ্গে খুব জমকালো সাজ না সাজাই ভালো। হালকা মেকআপের সঙ্গে চুলটা খোলা রাখতে পারেন। চাইলে একটু ঢিলে করেও বাঁধতে পারেন। চোখে হালকা সাজ দিলেও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ভালো লাগবে।
নখে হাল সময়ের নানা রঙের নেইলপলিশ, ফ্রেঞ্চ ম্যানিকিওর কিংবা নেইল আর্ট করিয়ে নিতে পারেন।
বদরুদ্দোজা সুপার মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পাবেন জেগিংস ও রঙিন লেগিংস। এ ছাড়া আরবান ট্রুথ, একস্ট্যাসি, ইয়েলোতেও পাবেন।
দৃষ্টি আকর্ষণ: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লাইফ স্টাইলের নিত্য নতুন ফিচার আমরা বিভিন্ন পত্রিকা ঘুরে ঘুরে একজায়গায় করে চলেছি। এ বিষয়ে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করতে পারেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।